আভাস পাওয়া যাচ্ছে, সাংস্কৃতিক অঙ্গন শিগগিরই ঘুরে দাঁড়াবে। কোলাজ
আভাস পাওয়া যাচ্ছে, সাংস্কৃতিক অঙ্গন শিগগিরই ঘুরে দাঁড়াবে। কোলাজ

নাটক–সিনেমা–সিরিজে আবার চাঙা সাংস্কৃতিক অঙ্গন

চরকি ও হইচইয়ে গত বুধবার মুক্তি পেয়েছে রায়হান রাফীর সিনেমা ‘তুফান। একই দিন প্রকাশ্যে আসে একই নির্মাতার ওয়েব সিরিজ ‘মায়া’র মুক্তির খবর। ওই দিনই সন্ধ্যায় পরীমনি ও মোস্তাফিজ নূর ইমরানের ‘রঙিলা কিতাব’-এর অফিশিয়াল পোস্টারে মাতলেন থ্রিলারপ্রেমীরা। কুসুম শিকদার জানিয়ে দিলেন, তাঁর শরতের ‘জবা’ সিনেমা পূজায় আলোর মুখ দেখবে। আরেক তরুণ নির্মাতা নাহিদ হাসনাতের ‘এন্ড কাউন্টার’ মুক্তি পাচ্ছে আজ। শুধু ওটিটি প্ল্যাটফর্মই নয়, গত তিন দিনে ইউটিউবেও মুক্তি পেয়েছে ২০টির বেশি নাটক। সব মিলিয়ে আভাস পাওয়া যাচ্ছে, সাংস্কৃতিক অঙ্গন শিগগিরই ঘুরে দাঁড়াবে।

আগস্টে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তির কথা ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে মুক্তি দেওয়া থেকে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান। এখন অক্টোবরে সিরিজটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে হইচই। পরিচালক অনম বিশ্বাস জানান, এখনো দেশের রাজনৈতিক ঘটনার সঙ্গে যুক্ত সাধারণ মানুষ। মানসিকভাবে সেদিকেই দর্শকদের মনোযোগ। তবে অক্টোবরে অস্থিরতা কেটে যাওয়ার আশা ব্যক্ত করে অনম বলেন, ‘আমরা চাই, পরিস্থিতি শান্ত হোক। মানুষ আবার কনটেন্ট দেখার মতো অবস্থায় আসুক। কনটেন্ট না মুক্তি পেলে তো পরিস্থিত স্বাভাবিক হবে না। কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। তাহলেই তো স্বাভাবিক হবে। এটাই আমাদের রুটি–রুজি। আমাদেরও তো কাজে ফিরতে হবে। ওটিটিগুলো আর কত দিন কনটেন্ট প্রচার বন্ধ রাখবে। আমাদের ইন্ডাস্ট্রি চলমান রাখতে হবে।’

‘কাপল অব দ্য ক্যাম্পাস’ নাটকটির শুটিং শেষ হয়েছে

প্রযোজক সমিতির তথ্য অনুয়ায়ী, আজ আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর সিনেমা ‘নূর’ মুক্তির তালিকায় ছিল। পরের সপ্তাহে রয়েছে ‘ময়না’ ও ‘উদীয়মান সূর্য’ সিনেমার নাম। পরের মাসেও ‘বিলডাকিনী’, ‘দায়মুক্তি’, ‘চরিত্র’, ‘হৈমন্তীর ইতিকথা’সহ আটটির মতো সিনেমা মুক্তির জন্য শিডিউল নেওয়া রয়েছে। অক্টোবর থেকে সিনেমা মুক্তির সংখ্যা বাড়বে বলে মনে করছেন প্রযোজকেরা। এই সময়ে ‘নন্দিনী’, ‘দরদ’, ‘সাবা’, ‘রং ঢং’সহ একাধিক সিনেমা পরিস্থিতি বুঝে মুক্তির তালিকায় যোগ হবে।

পোস্টার প্রকাশের পর আজ আসছে শরতের জবার টিজার। শিগগিরই আসবে সিনেমাটির ট্রেলার ও গান। নিয়মিতই প্রচারণায় সরব থাকতে চান সিনেমাটির পরিচালক, প্রযোজক ও অভিনেত্রী কুসুম শিকদার। পূজায় সিনেমাটি মুক্তি দিতে চান। কুসুম বলেন, ‘সবার সব কাজই চলছে। কেউ থেমে নেই। আমরা সিনেমার মানুষ আর কত অপেক্ষা করব! পাঁচ মাস সেন্সর নিয়ে বসে আছি। আমি আশাবাদী, আগামী অক্টোবর মাস থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। দর্শক আবার হলমুখী হবে। তাদের সিনেমাটি দেখাতে চাই।’

হইচইয়ে আসছে রঙিলা কিতাব। প্ল্যাটফর্মের ফেসবুক থেকে

মোশাররফ করিম ও পার্নো মিত্র অভিনীত ‘বিলডাকিনী’ সিনেমার পরিচালক ফজলুল কবির বলেন, ‘১০ অক্টোবর আমরা ডেট নিয়েছি। কিন্তু দেশের এই পরিস্থিতিতে সিনেমার কোনো মার্কেটিং করতে পারছি না। মানুষ এখন কি সিনেমা দেখবে? সিনেমা হলও তো বন্ধ। হয়তো কিছু সময় পিছিয়ে দিতে পারি।’

দুই সপ্তাহ ধরে ইউটিউব ট্রেন্ডিংয়েও ফিরতে শুরু করেছে নাটক। বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে ‘বিসিএস’, ‘অন্য রকম প্রেম’, ‘বিনিসুতোর প্রেম, ‘কাপল ক্যাম্পাস’সহ একাধিক নাটক। জানা যায়, বড় বাজেটের নাটকগুলোও মুক্তি দিতে ভরসা পাচ্ছেন প্রযোজকেরা। জুলাইয়ে মুক্তির কথা ছিল ঈদনাটক ‘বিউটি কুইন’-এর।

শরতের জবার পোস্টার। নির্মাতার সৌজন্যে

বিরতি দিয়ে নাটকটি গতকাল মুক্তি পেয়েছে চ্যানেল আই প্রাইমে। ঈদে একসঙ্গে তিনটি নাটকে জুটি হন খায়রুল বাসার ও তানজিন তিশা। নাটকের অভিনয়শিল্পী বাসার বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতির কারণে স্পনসরসহ বেশ কিছু জটিলতায় মুক্তি পায়নি। এখন সেগুলো মুক্তি পাচ্ছে। সব জটিলতা কেটে নাট্যাঙ্গনে কর্মব্যস্ততা ফিরুক, সেটাই কামনা করছি।’

ওটিটিতে ‘তুফান’
চরকি ও হইচইয়ে গত বুধবার রাত ১২টায় মুক্তি পেয়েছে ‘তুফান’। পবিত্র ঈদুল আজহায় মুক্তির পর শাকিব খান অভিনীত সিনেমাটি দেশে-বিদেশে সাড়া ফেলে। প্রেক্ষাগৃহের পর সিনেমাটি এবার ওটিটিতেও মুক্তি পেল, ঘরে বসেই দেখা যাবে ‘তুফান’।

‘তুফান’–এ নাবিলা ও শাকিব খান। চরকির সৌজন্যে

ওটিটি প্ল্যাটফর্মে ‘তুফান’ মুক্তি নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তিনি বলেন, ‘এটা খুবই আনন্দের। দর্শকদের অনেক দিনের অপেক্ষা শেষ হচ্ছে। চরকিতে তুফান মুক্তি পাওয়ার মাধ্যমে দেশ-বিদেশের দর্শক ঘরে বসেই সিনেমাটি দেখতে পারবেন। তাঁদের ড্রয়িংরুম একেকটি প্রেক্ষাগৃহ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। “তুফান” মুক্তির ঘোষণার সময় থেকে দর্শকেরা সিনেমাটি নিয়ে যে আগ্রহ ধরে রেখেছেন, তা নিশ্চয়ই প্রতিফলিত হবে চরকিতে। দর্শকদের ধন্যবাদ “তুফান”-এর সঙ্গে থাকার জন্য।’

সিনেমাটির নির্মাতা রায়হান রাফী বলেন, ‘“তুফান” বারবার দেখার মতো সিনেমা। আমরা বড় আয়োজনে সিনেমাটি নির্মাণ করেছি। দেশের দর্শক সিনেমাটি দেখার জন্য কতটা ধৈর্য ধরে আছেন, সামাজিক যোগাযোগমাধ্যম দেখলেই তা বোঝা যায়। বিদেশে বা অন্য ভাষাভাষীদের মধ্যেও তুফান দেখার আগ্রহ অনেক। চরকিতে সিনেমাটি মুক্তির মাধ্যমে সেই আগ্রহ দর্শক মেটাতে পারবেন। চরকির মাধ্যমে “তুফান” উঠবে প্রতিটি ঘরে।’

‘তুফান’-এ মিমি চক্রবর্তী ও শাকিব খান। ছবি: চরকির সৌজন্যে

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকিতে “তুফান” সিনেমার মুক্তি দর্শকদের জন্য যেমন বিশেষ, সিনেমা বাজারের জন্যও বিশেষ ঘটনা। কারণ, প্রেক্ষাগৃহে ছবিটির সাফল্য আমাদের সিনেমার বাজারকে বড় করেছে। এখন ওটিটিতে মুক্তির মাধ্যমে আমরা বুঝতে পারব, বাজারটি আরও কত বড় হতে পারে। চরকিতে “তুফান”-এর মুক্তির মাধ্যমে সিনেমা ব্যবসা এবং বাজারের নতুন অনেক দরজা খুলবে বলে আশা করছি।’

সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ। আদনান আদিব খান ও রায়হান রাফীর গল্পে এবং আদনান আদিব খানের চিত্রনাট্যে ‘তুফান’-এ শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে।