ইউএনডিপির শুভেচ্ছাদূত সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়ার সঙ্গে দেখা করেছেন জয়া আহসান
ইউএনডিপির শুভেচ্ছাদূত সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়ার সঙ্গে দেখা করেছেন জয়া আহসান

সুইডিশ রাজকন্যা ভিক্টোরিয়ার সঙ্গে জয়ার দেখা

সবখানেই জয়ার জয়জয়কার। বাংলাদেশের প্রথম সারির তারকার মধ্যে সবার প্রথমেই উঠে আসে জয়ার নাম। প্রেক্ষাগৃহে মুক্তির পর সম্প্রতি ওটিটি ফ্ল্যাটফর্ম চরকিতেও মুক্তি পেয়েছে অভিনেত্রীর সিনেমা ‘পেয়ারার সুবাস’। সেই নিয়ে বর্তমানে লাইমলাইটে জয়া। পাশাপাশি কখনো টালিউড কখনো বলিউড চলচ্চিত্র নিয়ে থাকেন আলোচনায়। সিনেমার পাশাপাশি পশু অধিকার-সামাজিক বিষয় নিয়েও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন নায়িকা। বিভিন্ন সময় দেন সচেতনতামূলক বিবৃতিও।
পাশাপাশি দুই বাংলার তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত। সে কারণে লিঙ্গ সমতা, জলবায়ু পরিবর্তন, পরিবেশের সঙ্গে কাজ করছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে। এসডিজি নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও বলেছিলেন জয়া।

এবার ইউএনডিপির শুভেচ্ছাদূত সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়ার সঙ্গে দেখা করেছেন জয়া আহসান। নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে তাঁদের সাক্ষাতের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী।

এরআগে ইউএনডিপির শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জয়া আহসান

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ইউএনডিপি শুভেচ্ছাদূত হিসেবে সম্প্রতি বাংলাদেশে আসেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। সংস্থার বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে তাঁর সঙ্গে আমার দেখা হয়। এ সময় এসডিজি অর্জনে একসঙ্গে কীভাবে কাজ করা যায়, সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা হয়।’

এরআগে ইউএনডিপির শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জয়া আহসান।

নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে তাঁদের সাক্ষাতের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী

২০২৩ সালে আবারও ইউএনডিপি বাংলাদেশের শুভেচ্ছাদূত নির্বাচিত হন তিনি। অন্যদিকে ১৮ মার্চ বাংলাদেশ সফরে আসেন ইউএনডিপির শুভেচ্ছাদূত সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন রাজকন্যা ভিক্টোরিয়া।