ইতি চিত্রা সিনেমায় ইভান ও জান্নাতুল রিতু। ছবি: পরিচালকের সৌজন্যে
ইতি চিত্রা সিনেমায় ইভান ও জান্নাতুল রিতু। ছবি: পরিচালকের সৌজন্যে

যাত্রা শুরু হলো তাঁদের

মেহেরপুরের সীমান্তবর্তী একটি গ্রাম। প্রচণ্ড শীতের ভোরে ঘুম থেকে উঠে যেতে হতো লোকেশনে। ঘণ্টা দুয়েক লাগত মেকআপে। এরপর শুটিং। দুপুরে খাবার বিরতির পর শুটিং চলত রাত দুইটা-আড়াইটা পর্যন্ত। পরদিন উঠতে হতো ভোর পাঁচটায়। রাতে কি ঠিকমতো ঘুম হয়! হাড় কাঁপানো শীতে টানা ১৫ দিন এভাবেই শুটিং করতে হয়েছে জান্নাতুল রিতুকে। তবে জীবনের প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা ভালোই উপভোগ করেছেন তিনি। রিতু অভিনীত সেই সিনেমা ‘ইতি চিত্রা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজ। তাঁর সঙ্গে এই সিনেমা জুটি হয়েছেন আরেক তরুণ অভিনয়শিল্পী রাকিব ইভান।

কেমন ছিল জীবনের প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা? গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে রিতু বলেন, ‘অভিনয়ও দূরের কথা জীবনে শুটিংও দেখিনি। প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে যেন ঘোরই কাটত না। মজাও লাগত। দূরদূরান্ত থেকে কত মানুষ শুটিং দেখতে আসত। শীতের মধ্যে শুটিং করতে যেমন কষ্ট হয়েছে, লোকেশনে মজার মজার ঘটনাও ঘটছে। একদিন এক দর্শনার্থী আমাকে বলেন,“আপু, আপনাকে টেলিভিশনে কত দেখেছি।’’ শুনে, আমি তো হেসেই খুন।’

অথচ শুটিংয়ের এক দিন পরেই চিত্রা চরিত্র থেকে বাদ পড়ার কথা ছিল রিতুর। কারণ, প্রথম দিন প্রথম দৃশ্য করতে ২৫ থেকে ৩০ বার টেক নিতে হয়েছিল। রিতু বলেন, ‘প্রথম দৃশ্যটি ছিল কান্নাকাটির। ঠিকঠাক পারছিলাম না। আমার কাজে ইউনিটের সবাই বিরক্ত হয়ে পড়েছিলেন। চরিত্রটি আমাকে দিয়ে না করানোর সিদ্ধান্তও প্রায় হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কাজটি করতে পেরেছি।’

ইতি চিত্রা সিনেমায় ইভান ও জান্নাতুল রিতু। ছবি: পরিচালকের সৌজন্যে

বরিশালের মেয়ে রিতু কীভাবে সিনেমায় সুযোগ পেলেন? জানালেন, হঠাৎই একদিন তাঁর ফেসবুক মেসেঞ্জারে অপরিচিত একজনের বার্তা আসে। পরের দিন সিনেমাটিতে কাজের ব্যাপারে তাঁদের সঙ্গে ফোনে কথা হয়। প্রথম সিনেমায় যুক্ত হওয়ার গল্প রিতু বললেন এভাবে, ‘প্রথমে বাসা থেকে রাজি ছিল না। যাহোক পরে রাজি করিয়ে ছোট বোনকে সঙ্গে নিয়ে ঢাকা আসলাম। অডিশন দিলাম। টিকে গেলাম। এরপর তো পুরো একটি সিনেমায় অভিনয়ও করে ফেললাম। ছোট বোনকে সঙ্গে নিয়ে বরিশাল থেকে কখনো মেহেরপুর, কখনো চট্টগ্রাম—লোকেশনে লোকেশনে দৌড়েছি। ছবির শুটিং শেষ হয়েছে সেই কবে, এখনো যেন আমি ঘোরের মধ্যেই আছি।’

এই ছবিতে রিতুর বিপরীতে অভিনয় করেছেন ইভান। থিয়েটারকর্মী ইভান এর আগে ‘একটি না বলা গল্প’ সিনেমায় অভিনয় করেছিলেন। কয়েকটি ওটিটি কনটেন্টেও দেখা গেছে তাঁকে। এবারই প্রথম নায়ক হয়েছেন। ইভান বলেন, ‘নায়ক হয়ে স্বপ্নের বাস্তবায়ন হলো আমার।’ এ ছবিটির পরিচালনা টিমের সঙ্গে চার-পাঁচ বছর ধরে কাজ করছেন ইভান। যুক্ত ছিলেন প্রি–প্রোডাকশনেও। তবে তিনিই যে ইতি চিত্রার নায়ক, সেটাই জানতেন না!

ইতি চিত্রা সিনেমায় ইভান ও জান্নাতুল রিতু। ছবি: পরিচালকের সৌজন্যে

ঘটনার বিস্তারিত জানিয়ে ইভান বলেন, ‘ছবিটির টিমে আমিও ছিলাম। এর মধ্যে আমার আরেকটি কাজ পড়ে যায়। পরিচালককে জানালাম, কিছুদিনের ছুটি দরকার। শুনে পরিচালক বললেন, ‘‘তাহলে আমার শুটিং কে করবে? মাসুক চরিত্রটি কে করবে?” পাশে দাঁড়িয়ে টিমের অন্য সদস্যরা হাসছিলেন। তখনো বুঝতে পারিনি, আমার জন্যই মাসুক চরিত্র চূড়ান্ত ছিল। পরে শুনেছি, এটি আমার জন্য চমক হিসেবে রাখা হয়।’

আজ শুক্রবার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টারস, লায়ন সিনেমাসসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ইতি চিত্রা’। পরিচালক রাইসুল ইসলাম জানিয়েছেন, নব্বই দশকের প্রেমের গল্প নিয়ে ছবির কাহিনি। রিতু ও ইভান ছাড়া এতে আরও অভিনয় করেছেন  নরেশ ভুঁইয়া,শেখ স্বপ্না, শাহিন মৃধা প্রমুখ।