নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

কয়েক দিন পরপর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, মজাই লাগে...

১০ বছরের প্রেম শেষে সেরেছিলেন বাগদান। একটা সময় সেরেছিলেন বিয়েপর্বও। নুসরাত ফারিয়া তাঁর সেই সম্পর্ক শেষ হওয়ার ঘোষণা দিয়েছেনও দুই বছরের বেশি সময় হতে চলছে। এরপরও অবশ্য ফারিয়াকে নিয়ে একাধিকবার প্রেমের গুঞ্জন শোনা গেছে। চলতি বছরের মাঝামাঝি চলচ্চিত্রের আলোচিত তারকা জায়েদ খানের সঙ্গেও প্রেমের গুঞ্জন শোনা গেছে তাঁর। জায়েদ তখন দুজনের সম্পর্কের কথা পরিষ্কার করে জানান, তাঁদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। কিছুদিন ধরে ফারিয়াকে নিয়ে আর শুধু প্রেমের গুঞ্জন নয়, বিয়ের খবর পর্যন্ত গড়িয়েছে। অবশেষে সেই বিয়ের খবরে মুখ খুলেছেন নুসরাত ফারিয়া।

নুসরাত ফারিয়া

আজ রোববার সকালে নিজের ফেসবুক পেজে বিয়ের গুঞ্জন প্রসঙ্গে জানিয়েছেন, বিয়ে নিয়ে যে মাঝেমধ্যে মাতামাতি হয়, এ ধরনের খবর দেখতে তাঁর ভালোই লাগে।
রেডিওতে কথাবন্ধু হিসেবে দীর্ঘ সময় কাজ করেছিলেন নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরুর দিকে বেলাল খানের গানের ভিডিওতেও মডেল হয়েছেন। একটা সময় উপস্থাপনা ও মডেলিংয়ের অধ্যায় পেরিয়ে নুসরাত ফারিয়া চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘আশিকী’ দিয়ে আলোচনায় আসেন ফারিয়া। ২০১৫ সালে মুক্তি পাওয়া এই ছবিতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেন কলকাতার অঙ্কুশ হাজরা। এরপর টানা চলচ্চিত্রে অভিনয় করে গেছেন। ‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন। ছাত্র–জনতার অভ্যুত্থানের পর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয়ের খবরে পাওয়া যায়নি ফারিয়াকে। তবে এর মধ্যেই প্রেম ও বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছেন এই ঢালিউড তারকা।

নুসরাত ফারিয়া

বিয়ের খবর প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে নুসরাত ফারিয়া তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জীবনটা সোশ্যাল মিডিয়ার মতো সহজ হলে ভালোই হতো। কিন্তু বাস্তবতা অনেক অন্য রকম। তাই আপাতত আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে। কয়েক দিন পরপর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন একটু কাজ আর পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ।’

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে ১০ বছর প্রেমের পর রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটিবদল করেন তিনি। বছরখানেক পর ফারিয়া জানান, তাঁদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে।