দেশে ফিরে মন ভরে গেল তিশার

নুসরাত ইমরোজ তিশা। ছবি: ফেসবুক
নুসরাত ইমরোজ তিশা। ছবি: ফেসবুক

সময়টা যেন দারুণ যাচ্ছে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার। একদিকে বহুল আলোচিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তি পেয়েছে। অন্যদিকে তাঁর অভিনীত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ বা ‘অটোবায়োগ্রাফি’ সিনেমাটির বুসান চলচ্চিত্র উৎসবের ‘কিম জিসোক’ বিভাগে মনোনয়ন পেয়েছিল। উৎসবে যোগ দিতে তিশা গিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার বুসানে। উৎসব শেষে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। দেশে এসেই তিশা লিখেছেন, ‘মন ভরে গেল।’

গত শুক্রবার থেকে দেশের হলে মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এ সময়ে দেশে থাকতে পারেননি তিশা। তবে বুসান থেকেই সরব ছিলেন সিনেমাটির প্রচারণায়। যোগাযোগ রেখেছেন টিমের সঙ্গে। এ প্রসঙ্গে এই অভিনেত্রী ফেসবুকে লিখেছিলেন, ‘আজকে মুক্তি পাচ্ছে শ্যাম বেনেগাল পরিচালিত “মুজিব: একটি জাতির রূপকার”! ছবিতে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা রেণুর চরিত্রে অভিনয় করেছি আমি! দেশে থাকলে আজকেই দেখতে যেতাম! সবাইকে দেখার আমন্ত্রণ!’
বুসান থেকে দেশে ফিরেই ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি নিয়ে কথা বললেন তিশা। তিন দিন ধরে সিনেমাটি দেখার পর ভক্ত ও সহকর্মীদের এত খুদে বার্তা পাবেন ভাবেননি তিনি।

সহঅভিনয়শিল্পীদের সঙ্গে নুসরাত ইমরোজ তিশা। ছবি: ফেসবুক

ভক্তদের ভালোবাসায় সিক্ত এই অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, ‘মাত্র দেশে আসলাম! ফোন অন করে সবার এত এত ম্যাসেজ দেখে মন ভরে গেল। আমার অভিনয় যদি আপনাদের এতটুকুও ইমোশনাল করে থাকে, তাহলে আমি কৃতজ্ঞ। ছবিটা করার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে! আমরা এই পরিশ্রমটা করি আপনাদের কাছ থেকে এই প্রতিক্রিয়া পাওয়ার জন্য! শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা “মুজিব” চলছে আপনার কাছের হলে! সবাইকে দেখার আমন্ত্রণ! লাভ ইউ অল!’

শুভ ও নুসরাত ইমরোজ তিশা। ছবি: ফেসবুক

এশিয়ার মর্যাদাপূর্ণ বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসর গত শুক্রবার শেষ হয়। উৎসবে গুরুত্বপূর্ণ শাখা ‘কিম জিসোক’-এ প্রতিযোগিতা করে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ বা ‘অটোবায়োগ্রাফি’।

নুসরাত ইমরোজ তিশা। ছবি: ফেসবুক

৮ অক্টোবর সিনেমাটির প্রিমিয়ার হয়। পরে আরও দুটি প্রদর্শনী হয়। সব প্রদর্শনীতেই ভক্তদের কাছ থেকে প্রশংসা কুড়ায় সিনেমাটির টিম। উৎসবে উপস্থিত ছিলেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাতহ ইমরোজ তিশা। এই তারকা দম্পতি সিনেমায় অভিনয় করেছেন। এ ছাড়া সিনেমার প্রযোজক ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি উপস্থিত ছিলেন। সিনেমাটি প্রযোজনা করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি।