রাজনৈতিক স্যাটায়ার নিয়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ফেরা; চলচ্চিত্রটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা; ‘মেয়র ডাবলু’ চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয়—সব মিলিয়ে দর্শকের সামনে এসেছে ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। এটি নানা কারণে আলোচনায়। ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত নাটক ছিল ‘৪২০’। সে সময় দর্শকদের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছিল। এবার এল ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’ সিনেমা; যা শুক্রবার ১৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।
মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও চট্টগ্রামের ছয়টি শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি। এ ছাড়া ঢাকার ব্লক বাস্টার সিনেমাস ও শ্যামলী সিনেমা, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটার, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা সিনেমা, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, বগুড়ার মম ইন এবং পাবনার রূপকথায় সিনেমাটি দেখা যাচ্ছে প্রথম সপ্তাহে। ‘৮৪০’-এর পোস্টার, ট্রেলার ও প্রিমিয়ার শো নিয়ে ইতিমধ্যে আলোচনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। শুক্রবার প্রথম দিন বেশ সাড়া ছিল বিভিন্ন সিনেমা হলে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, দর্শকেরা সিনেমাটি উপভোগ করবেন।
এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান, রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী।
সিনেমাটি প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘ট্রেলার দেখে দর্শক যেমন বুঝতে পারছেন বিগত সরকারের আমলে বাংলাদেশটা কেমন ছিল, সেটা একটা জেলা শহরের মধ্য দিয়ে আমরা দেখাতে চেয়েছি। এটাকে আমরা বলতে পারি, আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট। আমি বিশ্বাস করি, এই দুঃশাসন নিয়ে আরও এক্স-রে রিপোর্ট সামনে হবে।’ নির্মাণের পাশাপাশি ছবিটির চিত্রনাট্যও করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বহুদিন পর পলিটিক্যাল স্যাটায়ার বানালাম। খুব আনন্দিত হয়েছি হলের মধ্যে বারবার হাসির রোল শুনতে পেয়ে।’
পরে শুক্রবার সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ফেসবুকে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়ালের অফিশিয়াল পেজ হ্যাক হওয়ার দুঃসংবাদ দিয়েছেন। শুক্রবার ২টা ২১ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংবাদ জানান তিনি।
মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লেখেন, বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পালন করায় নিজের হ্যাক হওয়া অফিশিয়াল পেজ নিয়ে কোনো পদক্ষেপ নিতে পারছেন না তিনি।ছবি : প্রযোজকের সৌজন্যে
ফারুকী লেখেন, ‘তবে হ্যাক হওয়া পেজটি ফিরে পেতে তিশা ও তার টিম কাজ করছে। হঠাৎ এমন অঘটন হওয়ার পেছনে একটি চক্র দায়ী।’
দর্শকদের বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে ফারুকী লেখেন, ‘আমার দর্শকেরা আমার ফিল্ম মেকিং ক্যারিয়ারে প্রচুর অবদান রেখেছেন। আমি নিশ্চিত, আপনারা সবাই জানেন কেন এই সব ঘটছে, কারা এটা ঘটাচ্ছে। বিগত বছরে আমি আমার ছবির প্রচারমূলক কাজ করেছি। কিন্তু এখন আমি ভিন্ন একটি ভূমিকা পালন করছি। তাই “৮৪০”-এর প্রচারের জন্য আমি কিছুই করতে পারিনি। তাই এটা স্পষ্ট যে এক বা এক–চতুর্থাংশের বেশি নেতৃত্বে একটি দূষিত প্রচেষ্টা চলছে।’
নতুন সিনেমা প্রসঙ্গে ফারুকী লেখেন, ‘যাঁরা “৪২০” পছন্দ করেন, তাঁরা অনুগ্রহ করে হলে যান এবং “৮৪০” ওরফে “ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড” দেখুন। যেহেতু আমি আমার চলচ্চিত্রটি সঠিকভাবে প্রচার করতে পারছি না, তাই আপনি ছবিটি উপভোগ করুন, চলচ্চিত্রটির প্রচারক হোন। একই সঙ্গে আমাকে আমার জনসাধারণের কাজ চালিয়ে যেতে দিন, যার জন্য আমি ২০০ শতাংশ প্রতিশ্রুতিবদ্ধ!’
“৮৪০” ওরফে “ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড” সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সঙ্গে আছে ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেকআপে ছিলেন মো. খাইরুল ইসলাম।