একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনা নিয়ে রাশিদ পলাশ নির্মাণ করছেন ‘রঙবাজার’। গল্পকেই সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র বলছেন এ নির্মাতা। দৌলতদিয়া যৌনপল্লিতে ছবির বেশির ভাগ অংশের দৃশ্য ধারণ করে দিন দুয়েক আগে ঢাকায় ফিরেছেন সিনেমার কলাকুশলীরা। ১৩ দিনের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা রাশিদ পলাশ বলেছেন, শুটিংয়ের সময় যৌনকর্মীদের কাছ থেকেও সহযোগিতা পেয়েছেন তাঁরা।
সিনেমায় একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর চরিত্রে শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন ও মাদক কারবারির চরিত্রে মৌসুমী হামিদ অভিনয় করেছেন। রাজনৈতিক নেতার চরিত্র করেছেন লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠু।
তামজিদ অতুলের গল্প–ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। সিনেমার তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন ইয়াসির আরাফাত। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলতি মাসের শেষভাগে ‘রঙবাজার’–এর বাকি অংশের দৃশ্য ধারণ করা হবে। পোস্ট–প্রোডাকশন হবে আগামী বছর।
ভালোবাসা দিবসে মুক্তি পাবে রাশিদ পলাশের আরেক সিনেমা ‘ময়ূরাক্ষী’। জুনের দিকে তাঁর আরেকটি সিনেমা ‘প্রীতিলতা’র দৃশ্য ধারণ করা হবে।