যুক্তরাষ্ট্রের তাসভীর ফিল্ম বাজারে ‘সুরাইয়া’

‘সুরাইয়া’ সিনেমার প্রাথমিক পোস্টার। ছবি: পরিচালকের সৌজন্যে
‘সুরাইয়া’ সিনেমার প্রাথমিক পোস্টার। ছবি: পরিচালকের সৌজন্যে

সিয়াটলের তাসভীর চলচ্চিত্র উৎসবের ফিল্ম বাজারে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা প্রকল্প ‘সুরাইয়া’। শিবব্রত বর্মনের গল্প থেকে ছবিটি পরিচালনা করছেন রবিউল আলম রবি। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এই উৎসব ফিল্ম বাজারের আয়োজন করছে। আয়োজনে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে দক্ষিণ এশিয়ার সিনেমা।

প্রথম বছরেই এই ফিল্ম বাজারে ৩০০টির মতো প্রজেক্ট জমা পড়ে। এর মধ্যে সারা বিশ্ব থেকে ৪০ সিনেমার প্রজেক্ট নির্বাচন করেছে আয়োজক কর্তৃপক্ষ। নির্মিত ও নির্মাণাধীন উভয় ধরনের সিনেমার প্রজেক্টই রয়েছে। তাসভীরের ১৯তম চলচ্চিত্র উৎসব চলবে আগামী ১৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত। একই সঙ্গে চলবে ফিল্ম বাজারও।

সিনেমার পরিচালক রবিউল আলম। ছবি: সংগৃহীত

সিনেমার পরিচালক রবিউল আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের জন্য এটা দারুণ খবর। এত বড় একটা আয়োজনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন প্রজেক্টকে গুরুত্ব দিচ্ছে। সেখানে অর্থায়ন, বিপণন, সহপ্রযোজনাসহ নানাবিধ সুযোগ সৃষ্টি করে দেবে তারা। এই উদ্যোগের মাধ্যমে উত্তর আমেরিকার বাজারে নানাভাবে সহযোগিতা পাবে আমাদের সিনেমা।’

জানা যায়, এই ফিল্ম বাজারের পার্টনার হিসেবে অ্যামাজন, প্রাইম ভিডিও, নেটফ্লিক্সসহ অনেক বড় প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। রবিউল বলেন, ‘কো-পার্টনার আমাদের সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ দেখিয়েছেন। আমরা ফান্ড ও আরও ভালো ডিস্ট্রিবিউশনের সুযোগ পাওয়ার জন্যই সিনেমাটিকে তুলে ধরতে চাই।’

‘সুরাইয়া’ গল্পগ্রন্থের কাভার। ছবি: ফেসবুক

রবি বলেন, ‘আমরা এই প্ল্যাটফর্ম থেকে প্রথমত তহবিলের সহযোগিতা চাইব। পরে সিনেমাটিকে আরও বড় পরিসরে কীভাবে দর্শকের কাছে পৌঁছানো যায়, সেটাও তুলে ধরব। কারণ, উত্তর আমেরিকার বাজার সবচেয়ে বড় বাজার। এখান থেকে যেকোনো সহযোগিতা বা সুযোগ পাওয়াই আমাদের লক্ষ্য থাকবে।’

প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন ফজলে হাসান শিশির

ফিল্ম বাজারে ভারতের সিনেমা ‘জুয়েল’, ‘আনটাইটেলড’ এবং নেপাল ও শ্রীলঙ্কার বেশ কিছু সিনেমা নির্বাচিত হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বুসানের ফিল্ম বাজারে এর আগে মনোনীত হয় ‘সুরাইয়া’। পরে ফ্রান্সের পিএএস থেকে চিত্রনাট্যে পরামর্শক ও ওয়ার্কশপ–সহায়তা পায়। সুযোগ থাকবে সহ–প্রযোজক পাওয়ার। সিনেমাটি এ বছর বাংলাদেশ সরকারের অনুদানও পায়। বর্তমানে চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে।

সিনেমাটির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন ফজলে হাসান। `সুরাইয়া' শিবব্রত বর্মনের একই নামের গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।