৪৫ পেরোল ফিল্ম আর্কাইভ

গতকাল বুধবার ফিল্ম আর্কাইভে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ৪৫ বছর পেরিয়ে ৪৬ বছরে পা দিল। বুধবার ফিল্ম আর্কাইভে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। ১৯৭৮ সালের ১৭ মে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, ৪৫ বছর ধরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ নিরলসভাবে করে যাচ্ছে।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব কামরুন নাহার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) জাহাঙ্গীর আলম, নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী, নাসির উদ্দীন ইউসুফ ও অভিনেত্রী সুচন্দা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. মোফাকখারুল ইকবাল।

আলোচক হিসেবে ছিলেন চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ।

ফিল্ম আর্কাইভের অনুষ্ঠানে জ্যোতিকা জ্যোতি

ফিল্ম আর্কাইভের ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক আকতারুজ্জামান, ফিল্ম আর্কাইভের ডিজিটাল চলচ্চিত্র সংরক্ষণ প্রকল্পের সাবেক পরিচালক সারোয়ার আলম, চলচ্চিত্র পরিচালক ও শিক্ষক মসিহ উদ্দিন শাকের, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি লায়লুন নাহার, বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সমিতির সভাপতি আবদুল লতিফ বাচ্চু ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।

অনুষ্ঠানে আরও ছিলেন অভিনয়শিল্পী দিলারা জামান, অঞ্জনা, অরুণা বিশ্বাস, নাদের চৌধুরী, আলীরাজ, ঝুনা চৌধুরী, জায়েদ খান, জ্যোতিকা জ্যোতি, পরিচালক মতিন রহমান, পঙ্কজ পালিত, কাওসার চৌধুরী, প্রসূন রহমান প্রমুখ।

ধবার ফিল্ম আর্কাইভে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়