ছেলেকে নিয়ে পরী
ছেলেকে নিয়ে পরী

আগে আমার সন্তানেরা, পরে কাজ, বললেন পরীমনি

গত ৮ আগস্ট পরীমনি অভিনীত অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তির কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে মুক্তি পিছিয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে মুক্তির কথা আছে। এই সিরিজে সুপ্তি চরিত্রে অভিনয় করেছেন পরীমনি।
এ ব্যাপারে পরীমনি বলেন, ‘সিরিজটির মুক্তির অপেক্ষায় আছি। কারণ, এ কাজটি আমার কাছে অনেক স্পেশাল। দেশের পরিস্থিতির কারণে মুক্তি পিছিয়েছে। এর মধ্যে পরিচালকের সঙ্গে কথা হয়েছে। চলতি মাসের শেষে মুক্তির সম্ভাবনা আছে।’
দেবরাজ সিনহার পরিচালনায় ‘ফেলুবকশি’ নামে কলকাতার একটি ছবিতে অভিনয় করেছেন পরীমনি। এখন শুধু ছবির ডাবিং বাকি।

পরীমনি জানিয়েছেন, ভিসা জটিলতার কারণে ডাবিংয়ের জন্য কলকাতা যেতে পারছেন না তিনি। বলেন, ‘আমার আগের ভিসা নেই। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতি পারছি না। এটি আমার কলকাতার প্রথম ছবি। আমি চাই দ্রুতই শেষ করে মুক্তি পাক ছবিটি।’

পরীমনি

‘ফেলুবকশি’তে কাজ করতে গিয়ে কলকাতার আরও একটি ছবিতে কাজের সুযোগ হয়েছে পরীমনির। তবে ছবিটির বিস্তারিত এখনই জানাতে চাননি তিনি।

পরিমনি বলেন, ‘কাজটি চূড়ান্ত করেছি, কিন্তু এখনই বিস্তারিত বলতে মানা আছে। ১০ দিন বাংলাদেশেও শুটিং হবে। শুনেছি, বাংলাদেশ থেকেই এর শুটিং শুরু হতে পারে। অনেক বড় বড় তারকা আছে এ ছবিতে। তাই আয়োজন করেই এর খবর জানানোর কথা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।’
এই মুহূর্তে বাংলাদেশি কোনো সিনেমা হাতে নেই পরীমনির। ‘আমি দুটি সন্তান লালনপালন করছি। আগে আমার সন্তানেরা, পরে কাজ। তাদের যত্ন নেওয়ার পর যতটুকু সময় পাই, কাজ হাতে নিই। কারণ, এখন আমি সন্তানদের সময় দিতে চাই। বড় হলে তারা নিজের মতো করে থাকতে চাইবে, তখন সময় দেওয়ার সুযোগ পাব না। তাই এখন এই সময়টা মিস করতে চাই না।’ বললেন পরীমনি।

পরীমনি

অনেকে বলেন, পরীমনি আর যা–ই হোক, মা হিসেবে দুর্দান্ত, আপনি কী বলেন? এ ব্যাপারে ঢাকাই ছবির এই নায়িকার বক্তব্য, ‘এমনি এমনি তো আর মানুষ বলেন না এটি। সন্তানের প্রতি আমার আবেগ, অনুভূতি, ভালোবাসা মানুষ দেখেন। হয়তো এ কারণে বলেন। এতে একজন মায়ের যে শান্তি, পৃথিবীর কেউ তার ভাগ নিতে পারেন না। আমি সন্তানদের নিয়ে সেই শান্তির মধ্যে সময় পার করছি।’