রাজ–তুষি জানালেন দেশের পর বিদেশি ওটিটিতে ‘হাওয়া’

‘হাওয়া’ চলচ্চিত্রের একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

গত বছরের ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেজবাউর রহমান সুমনের ছবি ‘হাওয়া’। মুক্তির পর ছবিটিকে ঘিরে ব্যাপক দর্শক প্রতিক্রিয়া পাওয়া যায়। প্রেক্ষাগৃহে ভালো ব্যবসার পর দেশি ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পায় ছবিটি, এবার ‘হাওয়া’ দেখা যাবে ভারতীয় স্ট্রিমিং সার্ভিস সনি লিভে।

প্ল্যাটফর্মটি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি সিনেমাটির ট্রেলার শেয়ার করে এ তথ্য জানিয়েছে।

গতকাল রাতে সনি লিভের ফেসবুক পেজে ‘হাওয়া’র ট্রেলার শেয়ার করে জানানো হয়, অস্কারে বাংলাদেশ থেকে মনোনীত ছবিটি আগামী ৭ জুলাই থেকে প্ল্যাটফর্মটিতে দেখা যাবে।

‘হাওয়া’ সিনেমার পোস্টার

পরে খবরটি শেয়ার করেন ছবির দুই অভিনয়শিল্পী নাজিফা তুষি ও শরিফুল রাজ।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সনি লিভের পোস্ট শেয়ার করে রাজ লিখেছেন, ৭ জুলাই থেকে সনি লিভে দেখা যাবে ‘হাওয়া’। একই কথা লিখে পোস্ট করেছেন তুষিও।
গত বছরের ১৬ ডিসেম্বর ‘হাওয়া’ প্রথম ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায়।

পর্যায়ক্রমে সিনেমাটি পৌঁছে যায় দিল্লি, হরিয়ানাসহ বেশ কিছু প্রদেশের সিনেমা হলে। সে সময় ছবিটির নির্মাতারা জানিয়েছিলেন, ‘হাওয়া’ দেশে মুক্তির প্রথম দিকেই ভারতের বেশ কিছু প্রযোজনা প্রতিষ্ঠান আগ্রহ দেখায় সিনেমাটি ভারতে মুক্তি দিতে। কিন্তু আইনি কিছু জটিলতায় সিনেমাটির মুক্তি কিছুটা পিছিয়ে যায়। এর আগে কলকাতায় ‘৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ ‘হাওয়া’ দেখতে দর্শকের ব্যাপক আগ্রহ দেখা যায়।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাওয়া’ ছবিতে শরিফুল রাজ, নাজিফা তুষি ছাড়া অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ।