‘জেকে ১৯৭১’ দিয়ে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে বাংলাদেশের সিনেমা ‘জেকে ১৯৭১’ দিয়ে
ছবি: সংগৃহীত

আগামী বছরের ১৪ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসব শুরু হবে বাংলাদেশের সিনেমা ‘জেকে ১৯৭১’ দিয়ে। এই তথ্য নিশ্চিত করেছেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামান। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহায়তা করার জন্য ফরাসি যুবক জ্যঁ কুয়ে বিমান ছিনতাই করেছিলেন। সেই ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খান। পরিচালক জানালেন, সিনেমাটি ঢাকা উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হওয়ার খবরে তিনি গর্বিত।

‘জেকে ১৯৭১’ সিনেমার পোস্টার

এবারের উৎসবে শতাধিক দেশ থেকে জমা পড়েছিল কয়েক শ সিনেমা। এর মধ্য থেকে কেন বাংলাদেশের সিনেমাটিকে উদ্বোধনী সিনেমা হিসেবে বেছে নিলেন? উৎসব পরিচালক মুজতবা জামান বলেন, ‘সিনেমাটি আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। তা ছাড়া সিনেমাটির বাংলাদেশ প্রিমিয়ার হবে। উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত পরিচালক, সমালোচকদের দেশের মুক্তিযুদ্ধের সিনেমাটি দেখানোর জন্যই এটিকে উদ্বোধনী সিনেমা হিসেবে বেছে নিয়েছি। তা ছাড়া দেশের সিনেমাটি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের উৎসবে প্রশংসা ও পুরস্কৃত হয়েছে। আমরাও গর্বিত মুক্তিযুদ্ধের সিনেমাটির মাধ্যমে বাংলাদেশের সিনেমাকে প্রমোট করতে পেরে।’

‘জেকে ১৯৭১’ সিনেমাটি মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছিল সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার

বাংলাদেশ প্যানোরামা শাখায় ‘জেকে ১৯৭১’ প্রতিযোগিতা করবে। এই শাখায় বাংলাদেশের সিনেমাগুলোকে তুলে ধরা হয়। ফাখরুল আরেফিন খান জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য ফ্রান্সের অর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান ছিনতাই করেছিলেন ফরাসি যুবক জ্যঁ কুয়ে। এই ঐতিহাসিক ঘটনা অবলম্বন করে নির্মিত হয়েছে ছবিটি। উৎসবের মাধ্যমে সিনেমাটি দেশের দর্শকদের কাছে আসায় খুশি ফাখরুল। তিনি বলেন, ‘এটা আমার জন্য প্রথম অভিজ্ঞতা। আন্তর্জাতিক উৎসবের উদ্বোধনী সিনেমা মানে অনেক সম্মানের বিষয়। ভালো লাগছে। ফরাসি যুবক জ্যঁ কুয়েকে দেশের মানুষের ভালোবাসার জায়গায় নিয়ে যেতে চেয়েছি। সেই চেষ্টা আমাদের সার্থক হয়েছে।’ তিনি আরও বলেন, ‘উৎসবে দেশ–বিদেশের পরিচালক, সমালোচক থাকবেন, দেশের অনেক দর্শক সিনেমাটি দেখবেন। স্বাধীনতার ৫০ বছর পর এমন একটি গল্প দর্শকদের দেখানো আমার জন্য আরেকটি নতুন অভিজ্ঞতা হবে।’

‘জেকে ১৯৭১’ সিনেমার একটি দৃশ্যে অভিনয়শিল্পীরা

সিনেমাটি ইতিমধ্যে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এ ছাড়া আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীল প্রমুখ।

আগামী বছরের ১৪ জানুয়ারি শুরু হয়ে ঢাকা উৎসব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। উৎসব পরিচালক জানালেন, এশিয়ান কমপিটিশন, সিনেমা অব ওয়ার্ল্ড, উইমেন ফিল্ম মেকার সেকশন, স্পিরিচুয়াল, চিলড্রেন, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট, ওয়াইড অ্যাঙ্গেল শাখাগুলোতে কোন ছবিগুলো অংশগ্রহণ ও প্রতিযোগিতা করছে; সেটা শিগগির জানানো হবে। তিনি বলেন, ‘এবার আমরা আর্টিস্টিক সিনেমাগুলোকে গুরুত্ব দিয়েছি। প্রায় সব জনরার সিনেমা বাছাই করার চেষ্টা করছি। কিন্তু এই ধরনের উৎসব আয়োজনের ক্ষেত্রে প্রধান বাধা পৃষ্ঠপোষকতা। সংস্কৃতির চর্চা চালিয়ে যেতে সবার এগিয়ে আসা দরকার।’