পাঠান দেখে, মাইকেল জ্যাকসনের সঙ্গে যেভাবে শাহরুখের মিল পেলেন ঢাকার নায়ক

কলকাতার কোয়েস্ট মলে ব্ল্যাকে টিকিট কেটে পাঠান দেখেছেন ঢালিউড চিত্রনায়ক নিরব
ছবি: সংগৃহীত

ভারতজুড়ে এখন সিনেমা হলগুলোতে উৎসব চলছে। শাহরুখের সিনেমা ‘পাঠান’ দেখতে দলে দলে দর্শক ভিড় করছেন সিনেমা হলগুলোতে। যে কারণে বেশির ভাগ সিনেমা হলের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। টিকিট পাওয়া গেলেও ৫–৬ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে ব্ল্যাকে। তারপরও দর্শকদের উৎসাহে কোনো ভাটা নেই। সেই উৎসবমুখর পরিবেশে কলকাতার কোয়েস্ট মলে ব্ল্যাকে টিকিট কেটে পাঠান দেখেছেন ঢালিউড চিত্রনায়ক নিরব। জানালেন তাঁর অভিজ্ঞতা।

শৈশব থেকে নিরবের পছন্দের নায়ক শাহরুখ খান। এর আগে প্রিয় নায়কের কোনো ছবি প্রথম দিন সিনেমা হলে দেখার সুযোগ হয়নি। এবার তিনি কাজে ছিলেন কলকাতায়। এই সুযোগে গতকাল রাত সাড়ে ১১টায় ১০ জন মিলে ‘পাঠান’ দেখেছেন। সিনেমাটি কেমন লেগেছে, এমন প্রশ্নে নিরব বলেন, ‘এককথায় ফাটাফাটি। আমার কাছে অস্থির লেগেছে। দর্শকদের সঙ্গে প্রথম দিন সিনেমাটি দেখাটা অন্য রকম অনুভূতি ছিল। হলজুড়ে একটা উৎসবের মতো পরিবেশ ছিল। সিনেমার মতো এটাও ছিল দেখার মতো।’

পোস্টারের সামনে নিরব

নিরব আরও বলেন, ‘শাহরুখ খানের সিনেমা দেখার উৎসবটা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। শুরু থেকেই চমক। প্রথমেই শাহরুখ খানের চোখ দিয়ে সিনেমার গল্প শুরু হয়। তারপর ঠোঁট দেখা যায়। প্রতিটা ফ্রেমে দর্শকের হইহল্লা মনে করিয়ে দিচ্ছিল মাইকেল জ্যাকসনের কথা। ম্যাইকেল জ্যাকসনের মঞ্চে আসার অনেক ভিডিও দেখেছি। তাঁর দর্শকদের সামনে আসার আলাদা একটি স্টাইল ছিল। দেখা যেত, একটা মূর্তি দাঁড়িয়ে আছে। কেউই বুঝত না এটা জ্যাকসন। ৩–৪ মিনিট পর যখন মাইকেল জ্যাকসন নড়াচড়া করতেন, তখন দর্শকেরা যেভাবে ফেটে পরতেন, ঠিকই একইভাবে দর্শকেরা গতকাল শাহরুখকে নিয়েছেন, একই রকম উত্তেজনা ছিল। দর্শক আবেগে কান্না–হাসিতে ফেটে পড়েছেন। সিনেমা হলের পরিবেশটা এমনই হওয়া উচিত।’

প্রশংসা পাচ্ছে শাহরুখের ‘পাঠান’

নিরবের প্রত্যাশা শতভাগ পূরণ করেছে ‘পাঠান’। সিনেমার গল্প বলার ধরন, নির্মাণ, ক্যামেরার কাজ—সবই তাঁকে মুগ্ধ করেছে। নিরব বলেন, ‘বিশেষ কোনো অংশের কথা বলব না। প্রায় প্রতিটা দৃশ্যই দারুণ জমেছিল। গল্পের টুইস্ট হয়তো অনেকেই ধরতে পারবে। কিন্তু পুরোটা শেষ না করে কেউ উঠবে না। আর “পাঠান” সংলাপগুলো বিপুল করতালি পেয়েছে। প্রথম সংলাপটাই এমন, একজন ইংরেজিতে বলছেন, “হু আর ইউ”। শাহরুখ বলছেন, “উহু উহু হিন্দিমে”—এমন বহু মুহূর্তে হলের দর্শক হইচই শুরু করে দিয়েছিলেন। তাঁরা সিনেমার দেশপ্রেমটা তুলে ধরেন। দর্শকদের এই ভালোবাসার রিঅ্যাকশ হলে বসে না দেখলে বোঝানো কঠিন। সালমানের সঙ্গে দৃশ্যটি অসাধারণ লেগেছে। বোঝা যায়, সিনেমায় ডিরেক্টর, চিত্রনাট্যকার আর্টিস্টরা কতটা গভীরভাবে ইনভল্ব ছিলেন। শাহরুখ, দীপিকা, জন আব্রাহামসহ সবার অভিনয় দারুণ।’

অনেক দিন আগে থেকেই শোনা যাচ্ছিল সিনেমার অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আলোচনায় থাকলেও সালমান খানের কোনো লুক এত দিন প্রকাশ পায়নি। অবশেষে ‘পাঠান’-এ সালমান খানের উপস্থিতি বাজিমাত করেছে। টাইগার লুকে তাঁকে দেখা গেছে ‘পাঠান’ ছবিতে।

সালমানের অংশগুলোর প্রশংসা করে নিরব বলেন, ‘সিনেমার একদম শেষে শাহরুখ ও সালমান খানের সংলাপ আছে।

‘পাঠান’–শাহরুখ ও সালমান

সেটার কনভারসেশন দেখে দর্শকেরা কী যে মাতামাতি। অংশটা ছিল এমন, পাশাপাশি দুজন বসে আছেন, শাহরুখ সালমানকে বলছেন, “আর পারছি নারে, ভাবছি ৩০ বছর তো হয়ে গেল, এখন আমাদের থামা উচিত”। সালমান বলছেন, “কিন্তু আমাদের জায়গা কে নিবে?” শাহরুখ বলছেন, “ওই ছেলেটা পারবে না?” সালমান কিছুটা দোটানা নিয়ে বলেন, “না, পারবে না, আমাদেরই কিছু একটা করতে হবে।” শাহরুখ বলছেন, “দেশের জন্য এটা লজ্জাজনক ব্যাপার, তরুণদের ওপর ভরসা করে লাভ নেই”, দুজন বসে কথা বলছিলেন, শাহরুখ খান হাত বাড়িয়ে দিয়ে সালমানকে বলেন, “ধর, আমাকে ওঠা।” অংশটায় ইনডারেক্টলি বলিউডের তাদের রাজত্বের কথা বলা হয়েছে। বা তাঁরা একসঙ্গে পর্দায় এসেছেন, সেটার কথাও হতে পারে। এই অংশে দারুণ মজা পেয়েছে দর্শক।’

‘পাঠান’–এ দীপিকা অভিনয়ে মুগ্ধ শাহরুখ

দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ খান। তাঁর সিনেমা নিয়ে শুরু থেকেই দর্শকদের বাড়তি আগ্রহ ছিল। সেই আগ্রহ ভাটা হতে দেয়নি ‘পাঠান’। সিনেমা মুক্তির প্রথম দিনেই ভারতে ৫২ দশমিক ৫ কোটি টাকার ব্যবসা করেছে। আন্তর্জাতিক বাজারের আয় মিলিয়ে ‘পাঠান’ এর আয় শত কোটি পেরিয়ে। ধারণা করা হচ্ছে, আজ ভারতের প্রজাতন্ত্র দিবসে সিনেমাটি প্রথম দিনের চেয়েও বেশি টাকা আয় করবে। এমনকি এটা প্রথম সপ্তাহেই আয়ে ৪০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে—এমনটাই ধারণা করছেন সিনেমা বিশ্লেষক ও সমালোচকেরা।