‘বাকের ভাই’ কীভাবে তাঁকে অভিনেতা বানিয়েছে, জানালেন রিয়াজ

আমি রাজনীতিতে যোগ দিয়েছি এটি ঠিক, কিন্তু আমি যখন এই ধরনের অনুষ্ঠানে আসার সুযোগ পাই, তখন প্রাণ ফিরে পাই, নতুন করে জীবিত হই। আমার অভিনয় জীবনকেই আমি প্রকৃত জীবন মনে করি বলে মন্তব্য করেছেন অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি।

‘অপারেশন সুন্দরবন’ ছবির অনুষ্ঠানে বাম থেকে সিয়াম, নুসরাত ফারিয়া ও রিয়াজ
‘অপারেশন সুন্দরবন’ ছবির অনুষ্ঠানে বাম থেকে সিয়াম, নুসরাত ফারিয়া ও রিয়াজ

আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে দীপংকর দীপনের ছবি ‘অপারেশন সুন্দরবন’। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে ছবির অফিশিয়াল পোস্টার উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওপরের কথাগুলো বলেন আসাদুজ্জামান নূর।

আসাদুজ্জামান নূর

এই প্রথম সিনেমার পোস্টারের উদ্বোধন করলেন জানিয়ে আসাদুজ্জামান নূর বলেন, ‘আমার জীবনে অনেক অনুষ্ঠানে অনেক কিছুই উদ্বোধন করেছি, সিনেমার পোস্টারের উদ্বোধন প্রথম করলাম। পোস্টারটি অনেক বড়সড়, আকর্ষণীয়। ইদানীং আমাদের সিনেমার পালে যে বাতাস লেগেছে, ছবিটি প্রেক্ষাগৃহে একটা ঝোড়ো হাওয়া বইয়ে দেবে।’
‘অপারেশন সুন্দরবন’-এ র‌্যাবের ব্যাটালিয়ন কমান্ডার ইসতিয়াক চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ।

ছবিটি সম্পর্কে তিনি বলেন, ‘প্রায় সাড়ে ছয় বছর পর আমার সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এখানে চরিত্রটির ইউনিফর্ম আমাকে সম্মানিত করেছে। কারণ, র‌্যাব এর আগে ‘বাংলা ভাই’ থেকে শুরু করে হোলি আর্টিজানে অভিযানসহ দেশের নানা প্রান্তে তাদের সফলতা আকাশছোঁয়া। তাদের চরিত্র হয়ে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হয়েছে।’

‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিংয়ে রিয়াজ

অনুষ্ঠানে আসাদুজ্জামান নূরকে পেয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন এই অভিনেতা বলেন, ‘আমি তখন এয়ারফোর্সে ছিলাম। সিলেটের সমশেরনগর জঙ্গলে প্রশিক্ষণ কোর্স করছিলাম। জঙ্গলে সাত দিন কোনো খাবার পানি ছাড়া থাকতে হবে। ৪০ কিলোমিটার দূরে গেলে হেলিকপ্টার রেসকিউ করতে পারবে। সেই সময় “কোথাও কেউ নেই” নাটকের বাকের ভাইকে নিয়ে বেশ হইচই। নাটকের শেষ পর্ব চলছিল। নাটকটি দেখার জন্য আমাদের সিনিয়রদের কাছে বেশ কয়েকজন আবেদন করেছিলাম। তিনি রাজি হননি। আমরা না বলে বাকের ভাইয়ের নাটক দেখতে গিয়েছিলাম। সেই কারণে আকাশ থেকে আজ আমি এখানে।’

‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় দর্শকের জন্য কী অপেক্ষা করছে—সেটি খোলাসা করে ছবিতে মেজর সায়েম চরিত্রে অভিনয় করা সিয়াম আহমেদ বলেন, ‘যখন এই ছবির চিত্রনাট্য পেয়েছি, তখন থেকেই একটি সিনেমাটি বানাতে চেয়েছি। যে ফিল্মটি দেখতে পরিবারসহ দর্শকেরা হলে আসবেন। এখানে সুন্দরবনের বাস্তবতা আছে ঠিকই কিন্তু সেটাকে আমরা একটা ফিল্ম বানিয়েছি। কোনো আপস করিনি।’

রিয়াজ আহমেদ

শুটিংয়ের দিনগুলোর কথা বলতে গিয়ে সিয়াম আরও বলেন, ‘আমরা এই ছবির সঙ্গে পরিবারের মতো জড়িয়ে আছি। কয়েক দিন আগে একটি গানের শুটিংয়ের মধ্য দিয়ে ছবির কাজ শেষ হয়েছে। শুটিং লোকেশনে আমি ও নুসরাত ফারিয়া পরস্পরের দিকে তাকিয়ে বিস্ময় নিয়ে বলছিলাম,“অপারেশন সুন্দরবন” শেষ হয়ে গেল! এখন রাস্তায় কোনো র‌্যাবের গাড়ি দেখলে মনে হয়, এটি আমাদের ইউনিটের গাড়ি। এই হলো ছবিটি নিয়ে আমাদের অনুভূতি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন র‌্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ছবির কলাকুশলীদের মধ্যে নুসরাত ফারিয়া, মনোজ প্রামাণিক, জিয়াউল রোশান প্রমুখ। ছবিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, রওনক হাসান, পশ্চিমবঙ্গের অভিনেত্রী দর্শনা বণিক। ছবিতে গান আছে পাঁচটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, পান্থ কানাই, মিজান, হাবিব ওয়াহিদ, কনা, ইমরান ও নন্দিতা। ২০ সেপ্টেম্বর ছবিটির প্রিমিয়ার শো হবে।

অনুষ্ঠান শেষে ‘অপারেশন সুন্দরবন’ ছবির টিমের পক্ষ থেকে আসাদুজ্জামান নূরের হাতে ছবির বাঁধাই করা অফিশিয়াল পোস্টার ও একটি স্মারক তুলে দেওয়া হয়।