‘প্রিয় মালতী’ সিনেমার দৃশ্য। প্রযোজনা সংস্থার সৌজন্যে
‘প্রিয় মালতী’ সিনেমার দৃশ্য। প্রযোজনা সংস্থার সৌজন্যে

মেহজাবীনে মুগ্ধ দর্শক, শো বাড়ল ‘প্রিয় মালতী’র

গত ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় শঙ্খ দাশগুপ্তের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন মেহজাবীন চৌধুরী। ছবিটি দিয়েই ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর চলচ্চিত্রে যাত্রা শুরু হলো। মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকেরা মুগ্ধ ছিলেন মেহজাবীনের অভিনয়ে। নতুন খবর, আজ থেকে ছবিটির শো বেড়েছে। মেহজাবীন নিজের ফেসবুক পেজে পোস্ট করে খবরটি জানিয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষও।

মুক্তির পর সিনেপ্লেক্সের পাঁচ শাখায় আটটি শো চললেও আজ থেকে তা দ্বিগুণ হয়েছে। প্রতিদিন চলছে ১৬টি শো। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় দুটি শো, চট্টগ্রামের বালি আর্কেডে দুটি, এসকেএস টাওয়ার মহাখালী শাখায় দুটি শো চলবে। সনি স্কয়ার মিরপুরে শো বেড়ে চলবে চারটি, মিলিটারি মিউজিয়ামে তিনটি এবং সীমান্ত সম্ভারে চলবে তিনটি শো।

এর আগে গত ৩১ ডিসেম্বর স্টার সিনেপ্লেক্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছিল, ওই সপ্তাহে মাল্টিপ্লেক্সটিতে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার মধ্যে দর্শক সবচেয়ে বেশি দেখেছে ‘প্রিয় মালতী’।

শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’তে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন শাহজাহান সম্রাট, নাদের চৌধুরী, রিজভী রিজু, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম প্রমুখ।

সিনেমাটি এরই মধ্যে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রদর্শিত হয়েছে। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।