বাবা শাকিবের অফিসে দাবা ‘খেলায়’ ব্যস্ত ছোট্ট শেহজাদ

অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্ক অতীত—গেল বছর প্রথম আলোকে এমনটাই স্পষ্ট জানিয়ে দেন শাকিব খান। এ দুটি সম্পর্ক কোনোভাবেই জোড়া লাগার নয় বলেও জানিয়ে দেন তখন। তবে দুই সন্তান আব্রাহাম খান জয় ও শেহজাদ খান বীরের সঙ্গে সময় কাটান বাবা ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। যখনই সময় পান, তাদের নিয়ে গাড়িতে করে ঘুরতে বের হন তিনি। তেমনি এক বিকেলে বাবা শাকিব খানের গুলশানের অফিসে দাবার বোর্ড নিয়ে মেতে উঠতে দেখা গেল ছোট্ট শেহজাদকে। একনজরে দেখে নেওয়া যাক বাবা শাকিব খানের অফিসে দাবা খেলায় মগ্ন ছোট্ট শেহজাদকে
গেল বছরের অক্টোবরে শাকিব খান ও শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীরকে প্রথম প্রকাশ্যে আনা হয়। তত দিনে বীরের বয়স আড়াই বছর। মা–বাবার ফেসবুক পেজে ছোট্ট বীরকে দেখে তাঁদের ভক্তরা খুব খুশি হন। শুভকামনা জানান শেহজাদকে, যেমনটা জানিয়েছিলেন আব্রাহামের সময়েও
গেল বছরের অক্টোবরে শাকিব খান ও শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীরকে প্রথম প্রকাশ্যে আনা হয়। তত দিনে বীরের বয়স আড়াই বছর। মা–বাবার ফেসবুক পেজে ছোট্ট বীরকে দেখে তাঁদের ভক্তরা খুব খুশি হন। শুভকামনা জানান শেহজাদকে, যেমনটা জানিয়েছিলেন আব্রাহামের সময়েও
চারদিকে ছড়িয়ে আছে শাকিব খানের অর্জিত কয়েকটি পুরস্কারের ট্রফি। বাবা শাকিব খান যে চেয়ারে বসেন, সেই চেয়ারে বসে আছে শেহজাদ। সামনে রাখা দাবার বোর্ডে ঘোড়া, রাজা ও মন্ত্রী
গতকাল সোমবার রাতে শেহজাদের মা শবনম বুবলী সন্তানের কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেন। তাতে দেখা যায়, বাবা শাকিব খানের অফিসে দাবা খেলায় মগ্ন তাঁরই কনিষ্ঠ পুত্র শেহজাদ
কখনো আবার হাতে এসির রিমোর্ট। চেষ্টা করছিল এসি চালানোর। আবার কখনো চেয়ারে উঠে দুষ্টুমি করছে। ছেলের বিভিন্ন ছবি পোস্ট করে বুবলী তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘দাবা খেলা শেহজাদ স্যারের ভীষণ প্রিয়। সে তার নিজস্ব স্টাইলে খেলে।’
শাকিব খানের পরিবারের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, প্রায়ই দুই সন্তান তাদের বাবার সঙ্গে সময় কাটায়। শাকিবও সন্তানদের সঙ্গে কাটানো সময়টা বেশ উপভোগ করেন। খেলাধুলা করেন। গাড়িতে ঘুরতে বের হন। শেহজাদ তো এখনো ছোট, তাই রাতে বাবার সঙ্গে থাকতে পারে না। অনেকক্ষণ সময় কাটিয়ে চলে যায় মায়ের বাসায়। অন্যদিকে ছয় বছর বয়সী শাকিবের বড় সন্তান অব্রাহামের স্কুল ছুটি থাকলে মাঝেমধ্যে বাবার বাসায় রাত যাপন করে। দুজনে দাদা–দাদি ও ফুফা–ফুফুর সঙ্গ দারুণ উপভোগ করছে। আব্রাহাম ও শেহজাদ তাদের দুই ফুফাতো ভাই–বোনের সঙ্গে খেলাধুলায় মেতে থাকে