উষশী রায়। ইনস্টাগ্রাম থেকে
উষশী রায়। ইনস্টাগ্রাম থেকে

সিনেমায় সুযোগ না পেয়ে বানসালির ওপর ক্ষোভ ঝাড়লেন এই বাঙালি অভিনেত্রী

ছোট পর্দা দিয়ে অভিনয়ের শুরু। এরপর টেলিভিশন থেকে ক্রমে ওটিটির দুনিয়ায় পরিচিত মুখ হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী উষশী রায়। সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির সিরিজ় ‘হীরামন্ডি’ নিয়ে চর্চা তুঙ্গে।

এই সিরিজের একটি চরিত্রের জন্য বাংলা ইন্ডাস্ট্রির বেশ কিছু অভিনেত্রী অডিশন দিয়েছিলেন। কিন্তু কেউই সুযোগ পেলেন না কেন? এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন উষশী।

‘হীরামন্ডি’ সিরিজে সুযোগ না পাওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ওরা নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যার ওপর নির্ভর করে সুযোগ দেয়!

আমার কথা না হয় বাদ দিলাম, আমাদের ইন্ডাস্ট্রির আরও অনেক ভালো ভালো অভিনেত্রী অডিশন দিয়েছিলেন। তাঁরা কেন সুযোগ পেলেন না? এটা তো খুব স্বাভাবিক যে মুম্বাইয়ের শিল্পীদের অনুসারীসংখ্যা সব সময় বেশি। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সক্রিয়ও থাকেন।’

সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপ রয়েছে, পাশাপাশি ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী।

উষশী রায়। ইনস্টাগ্রাম থেকে

আনন্দবাজার অনলাইনকে উষশী বলেন, ‘আমি তো রাগে “হীরামন্ডি”র ঝলকও দেখিনি। যাকে কাস্ট করা হয়েছে, তার থেকে অন্তত আমি ভালো অভিনয় করি।’

এই বাঙালি অভিনেত্রী আরও জানান, কার্তিক আরিয়ানের সঙ্গেও অভিনয়ের ডাক এসেছিল তাঁর। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার এজেন্সির তরফে যোগাযোগ করা হয়েছিল, “ভুলভুলাইয়া ৩” ছবিতে একটি চরিত্রের জন্য। স্বল্পদৈর্ঘ্যের চরিত্র। কার্তিকের সঙ্গে মাত্র দুটি দৃশ্য। পুরো চিত্রনাট্যজুড়ে ওই চরিত্রের বিশেষ গুরুত্ব ছিল না, তাই না করে দিয়েছিলাম। এত ছোট চরিত্র কেন করতে যাব! তা-ও আবার কোনো গুরুত্ব নেই গল্পে।’

উষশী রায়। ইনস্টাগ্রাম থেকে

অভিনেত্রীর মনে হয়েছিল, বলিউডে সুযোগ পেয়েই আবেগপ্রবণ না হয়ে ঠান্ডা মাথায় সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই সমীচীন। আরও ভালো চরিত্রের জন্য অপেক্ষা করতে প্রস্তুত তিনি।