‘নাগ পূর্ণিমা’ ছবিতে ব্যবহৃত গান ‘তুমি যেখানে আমি সেখানে’ কালজয়ী হয়ে গেছে। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘নাগ পূর্ণিমা’ ছবির সেই গানে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর। আর গানের দৃশ্যে দেখা গেছে সোহেল রানা ও ববিতাকে। তিন যুগ পর সেই গানের শিরোনামে ছবির কাজ শুরু করেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। গত বছরের মাঝামাঝি সময়ে সর্বশেষ ছবিটির শুটিংয়ের পর স্থগিত হয়ে যায়। সুখবর হচ্ছে, আবার শুরু হচ্ছে এই ছবির শুটিং। পূজার ছুটি শেষে এই ছবির শুটিং পুনরায় শুরু হবে, আজ মঙ্গলবার দুপুরে এমনটাই জানালেন পরিচালক দেবাশীষ বিশ্বাস।
১৩ মাস আগে সর্বশেষ ‘তুমি যেখানে আমি সেখানে’ ছবির শুটিং করেন বুবলী ও রোশান। এরপর স্থগিত হয়ে যায় শুটিং। আবার শুরু হচ্ছে ছবির শুটিং। ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস বললেন, ‘তিনটি গান আর কয়েকটি দৃশ্যের কাজ বাকি আছে। দৃশ্যগুলোর শুটিং ঢাকায় করা হলেও গানগুলো নেপালে করার পরিকল্পনা। ২০২৫ সালের উৎসবমুখর দিনে ছবিটি মুক্তি দিতে চাই। কারণ, এটি উৎসবকেন্দ্রিক ছবি। আবার উৎসব মানেই যে শুধু ঈদ, তা কিন্তু নয়। অন্য যেকোনো উৎসবে ছবিটি মুক্তির পরিকল্পনা আমাদের রয়েছে।’
ছবিটি প্রসঙ্গে দেবাশীষ জানান, বরাবরের মতো এবারও রোমান্টিক-কমেডি ধাঁচের গল্পে সিনেমা নির্মাণ করছেন। এতে দুই প্রতারকের ভূমিকায় অভিনয় করবেন রোশান-বুবলী। যারা ধনীদের ধোঁকা দিয়ে টাকা হাতিয়ে নেয়। এরপর তা গরিবদের মধ্যে বিলিয়ে দেয়।
রোশান–বুবলী ছাড়াও ছবিটির গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে থাকছেন মিশা সওদাগর। এ ছাড়া আফজাল শরীফ, কাবিলা, হারুন কিসিঞ্জারসহ দেশের বেশ কয়েকজন কৌতুক অভিনেতাকে দেখা যাবে এখানে; অর্থাৎ হাস্যরসের সব রকম ব্যবস্থাই রাখা হচ্ছে। দেবাশীষ বিশ্বাস বলেন, ‘কমেডি ছবি বানানো কঠিন। কিন্তু এই কাজই আমার ভালো লাগে। আর দর্শকও আমার এ ধরনের সিনেমাগুলো ভালোবেসে গ্রহণ করেছেন। প্রস্তুতির জায়গায় আমরা ঘাটতি রাখছি না। গল্প-চিত্রনাট্যে সময় দিচ্ছি। আশা করছি দারুণ কিছুই হবে।’
রোশান ও বুবলী প্রথমবার জুটি হন ‘চোখ’ সিনেমায়, যেটি মুক্তি পায় ২০২১ সালের অক্টোবরে। এরপর তাঁরা ‘বিট্রে’, ‘রিভেঞ্জ’, ‘মায়া: দ্য লাভ’, ‘পুলসিরাত’ ও ‘প্রেম পুরাণ’ ছবিতে অভিনয় করেছেন।