‘ভাইয়ের গায়ে, বোনের গায়ে আঘাত করতে হাত কাঁপে না?

বেশ কদিন ধরে কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনের অনেক তারকা ফেসবুকে পোস্ট করেছেন। সেগুলো তুলে ধরা হলো।
কোটা আন্দোলনের পর থেকে চুপ থাকলেও এবার সরব হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি লিখেছেন, ‘সহিংসতা কাম্য নয়।’
ফেসবুক থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বুবলী তাঁর ফেসবুক স্ট্যাটাসে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরব হয়েছেন। প্রতিবাদ করে লিখেছেন, ‘শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?’
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করলেন পরিচালক শিহাব শাহীন। তিনি লিখেছেন, ‘একদিন না একদিন সকলকেই তার কৃতকর্মের ফল ভোগ করিতে হইবে।’
পরিচালক গোলাম সোহরাব দোদুল তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘তবুও আমি কেলাইতে থাকি। সারাক্ষণ নিজেকে বাঁচিয়ে চলি সুবিধাবাদী হয়ে। ভুল সব স্নেহ, ভালোবাসা, প্রেম নিয়ে একটা বানোয়াট জীবনের দিকে ধাবিত হই। মনে মনে পৈশাচিক শান্তি পাই। বলি, কোন মায়ের বুক খালি হইল, সেটা বুঝে আমি করবটা কী? আমার সন্তান তো বিদেশে থাকে। কী প্রশান্তি।’
শিক্ষার্থীদের পক্ষে সরব হয়েছেন নাট্য নির্মাতা মাবরুর রশিদ বান্না। তিনি লিখেছেন, ‘ছাত্রদের চুপ করানো যদি সহজই হতো, তাহলে পৃথিবীর অনেক বিপ্লবই শুরুতে থেমে যেত।’
একটি পোস্টে তরুণ গায়ক তাসরিফ খান লিখেছেন, ‘মানুষ হয়ে মানুষ পেটান, সামান্য কী বুক কাঁপে না? অধিকার চাইল যারা, তারাই-বা কী খুব অচেনা? দলের চেয়ে না দেশটা বড়, তাহার চেয়েও বড় মানুষ, এতই অন্ধ হলাম কবে, ফিরবে কবে মোদেরই হুঁশ? একটুখানি জিরিয়ে ভাবুন, দোহাই একটু আস্তে মারুন, ভাইয়ের গায়ে, বোনের গায়ে আঘাত করতে হাত কাঁপে না? মানুষ হয়েই কী লাভ হলো, আজ মানুষ লাগে খুব অচেনা!’