আজ চিত্রনায়ক ওমর সানী ও নায়িকা মৌসুমী দম্পত্তির বিয়ের তিন দশক পূর্তি। বিশেষ এই দিন ঘটা করে পালন করতে চেয়েছিলেন ওমর সানী। কিন্তু তা আর হলো না। দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে কোনো পরিকল্পনা নেই। ভক্তদের কাছে দোয়া চেয়েছেন এই চিত্রনায়ক।
ফেসবুকে ওমর সানী লিখেছেন, ‘আজ আগস্ট মাসের দুই তারিখ। আজ আমাদের বিবাহবার্ষিকী আলহামদুলিল্লাহ, একসঙ্গে ৩০ বছর পার করলাম। খুব ইচ্ছা ছিল অনেক বড় করে সবার সঙ্গে ৩০ বছর উদ্যাপন করব। কিন্তু তা আর হলো না। ফেসবুকে, চারপাশে লাল আর লালের মধ্যে আমাদের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। এ পরিস্থিতিতে কোনো আয়োজন নয়।’
এই দম্পতির প্রেম ও বিয়ে নিয়ে রয়েছে নানা মজার গল্প। তাঁদের প্রথম কথা হওয়ার ঘটনাটাও বেশ মজার। ১৯৯২ সালের ঘটনা। ‘কেয়ামত থেকে কেয়ামত’ তখনো মুক্তি পায়নি। নতুন একটি সিনেমায় ওমর সানীর বিপরীতে মৌসুমীকে নিতে চাইলেন পরিচালক শেখ নজরুল ইসলাম। সেই সিনেমা নিয়ে কথা বলতেই পরিচালকসহ ওমর সানী মৌসুমীর বাসায় যান। মৌসুমীর প্রথম কথা ছিল, ‘সানী ভাই, আপনার “চাঁদের আলো” তো আমরা সবাই দেখলাম। বেশ ভালো করেছেন।’
সেদিন প্রথম কথা হলেও সেদিনই প্রথম মৌসুমীর একটি কথায় কষ্ট পেয়েছিলেন ওমর সানী। মৌসুমী সেদিন সিনেমার প্রস্তাব শুনে বলেছিলেন, ‘আমি তো এই ছবিটা করতে পারছি না। অন্য কমিটমেন্ট আছে।’ নতুন এক নায়িকার কথায় সেদিন মন খারাপ করে বাসায় ফিরেছিলেন ওমর সানী।
তখন ওমর সানী সফল নায়ক। এমন সময় প্রস্তাব পেলেন ‘দোলা’ সিনেমার। নারীপ্রধান সিনেমার নারীপ্রধান চরিত্রের জন্য ওমর সানী রাজি না হলেও পরে গল্প শুনে ওমর সানী রাজি হন। ‘দোলা’ দিয়ে প্রথম জুটি গড়লেন ওমর সানী-মৌসুমী।
সেই ‘দোলা’ সিনেমার শুটিংয়ে সিলেটে গিয়ে প্রথম তাঁদের মনোমালিন্য হয়। তখনো তাঁদের মধ্যে প্রেম হবে, এমনটা কেউই ভাবতে পারেননি। মনোমালিন্য থেকে দুজনের সম্পর্ক কিছুটা খারাপ হয়। সিলেটের সেই মনোমালিন্য থেকেই মৌসুমীর জন্য ওমর সানীর ভালোবাসা জন্মে।
‘আত্ম অহংকার’-এর শুটিং করতে সিলেটের জৈন্তাপুরে গিয়েছিলেন মৌসুমী ও ওমর সানী। তখন তাঁদের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব গড়ে ওঠে। সেখানে শুটিংয়ের সময় মৌসুমী হঠাৎ ওমর সানীকে জানান, কাল তাঁর জন্মদিন। দুপুরে তাঁরা একসঙ্গে খাবেন। সেই সময় ওমর সানী প্রথম মৌসুমীকে উপহার দেন। তাঁর প্রথম উপহার ছিল সোনার চেইন। ওমর সানী নিজের গলা থেকে প্রায় চার ভরি ওজনের একটা সোনার চেইন মৌসুমীকে উপহার দেন।
পরবর্তী সময়ে শুটিং থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। নব্বইয়ের দশকেই সেই বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। কিন্তু কেউ কাউকে ভালোবাসার কথা বলতে পারছিলেন না। অবশেষে ওমর সানী প্রথম এক সাক্ষাৎকারে বলে দেন, তিনি মৌসুমীকে ভালোবাসেন। এটাই ছিল প্রথম ওমর সানীর প্রকাশ্যে বলা মৌসুমীকে ভালোবাসার কথা।
এই দম্পতির প্রথম সন্তান ফারদিন এহসান। মৌসুমী যখন চার মাসের অন্তঃসত্ত্বা, ওমর সানী তখন প্রথম সবাইকে জানান সুখবরটি। দেখতে দেখতে একসঙ্গে জীবনের ৩০টি বসন্ত পার করলেন ঢালিউডের সবচেয়ে আলোচিত দম্পতি। দীর্ঘ এই যাত্রায় যেমন ছিল ভালোবাসা, তেমনি কখনো মান-অভিমান হলেও সেটা ভালোবাসাকে যেন আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ এই দিনে ওমর সানী ফেসবুকে ভক্তদের কাছে দোয়া চেয়ে লিখেছেন, ‘যদি পারেন, মন থেকে দোয়া করবেন আমাদের জন্য।’