ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করলেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। সেরা সিনেমা (যুগ্মভাবে), সেরা পরিচালক, যুগ্মভাবে সেরা অভিনেত্রী, সেরা কাহিনিকারসহ সর্বোচ্চ সাতটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ জিতেছে তরুণ এই নির্মাতার অনুদানের ছবি ‘নোনাজলের কাব্য’। সেরা সিনেমা (যুগ্ম), সেরা খল অভিনেতাসহ ছয়টি শাখার পুরস্কার নিজেদের ঝুলিতে ভরছে অনুদানের আরেক সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটির নির্মাতা নুরুল আলম আতিক। সেরা চিত্রনাট্যকারের পুরস্কারও পেয়েছেন তিনি। গতকাল রোববার বিকেলে আজীবন সম্মাননাসহ ২৭টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও অনুদানের সিনেমাগুলো সর্বোচ্চ শাখায় পুরস্কার জিতেছে। ১৮টি শাখায় (একক ১৫ আর যুগ্ম ৩) পুরস্কার জিতেছে সরকারি অনুদানের ছবি। অনুদানে নির্মিত ‘যৌবতী কন্যার মন’ সিনেমায় সংগীত পরিচালনা ও সুরারোপের জন্য দুই শাখায় পুরস্কার পাচ্ছেন একাত্তরের কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যাম। একই সিনেমার জন্য মৃত্যুর চার মাস পর সেরা গীতিকার হিসেবে পুরস্কার পেলেন গাজী মাজহারুল আনোয়ার। সরকারি অনুদানে নির্মিত ‘রাতজাগা ফুল’ সিনেমায় অভিনয়ের জন্য যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন মীর সাব্বির, সিনেমাটির পরিচালকও তিনি।
সাব্বিরের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলছেন মৃধা বনাম মৃধা সিনেমার সিয়াম আহমেদ। গত বছর ‘বিশ্বসুন্দরী’ সিনেমার জন্য সেরার পুরস্কার পেয়েছিলেন সিয়াম। সেরা গায়ক, গায়িকাসহ তিনটি পুরস্কার পেয়েছে ‘পদ্মপুরাণ’; গত বছরের সেরা শিল্পী হিসেবে মুহিন (আবদুল্লাহ-আল-মুর্তজা) ও চন্দনা মজুমদারের নাম ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশের প্রথম কোনো সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়ে হইচই ফেলে দেওয়া ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা তিনটি শাখায় পুরস্কার পাচ্ছে।
এই ছবির নামভুমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন আজমেরী হক বাঁধন, তাঁর সঙ্গে পুরস্কারটি ভাগাভাগি করছেন ‘নোনাজলের কাব্য’র অভিনেত্রী তাসনোভা তামান্না।
সেরা সংলাপ রচয়িতার পুরস্কার পাচ্ছেন তৌকির আহমেদ (স্ফুলিঙ্গ); সিনেমাটির নির্মাতাও তিনি। শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পাচ্ছে ঝিলিক জান্নাত (‘যা হারিয়ে যায়’)। সেরা প্রামাণ্যচিত্র হয়েছে ‘বধ্যভূমিতে একদিন’ (সরকারি অনুদান) এবং সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমার পুরস্কার পাচ্ছে ‘ধড়’ (সরকারি অনুদান)। আজীবন সম্মননা পাচ্ছেন ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চন।