শুক্রবার দেশের পাঁচটি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে নির্মাতা আহসান সারোয়ার নির্মিত চলচ্চিত্র ‘রং ঢং’। প্রায় ৯ বছর আগে দৃশ্যধারণ করা হলেও সেন্সর জটিলতাসহ বেশ কিছু কারণে আলোর মুখ দেখেনি সিনেমাটি। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি।
২০১৯ সালে সিনেমাটির কয়েকটি দৃশ্যে কাঁচি চালায় সেন্সর বোর্ড। সেসব দৃশ্যে পরিবর্তন শেষে আবার জমা দিলে সিনেমাটিকে ‘নিষিদ্ধ’ও করে সেন্সর বোর্ড। নির্মাতার দাবি, কোনো কারণ ছাড়াই তখন সিনেমাটিকে ব্যান করা হয়েছিল। এরপর আপিল বোর্ডের কাছে আবেদন করলে মুক্তির ছাড়পত্র মেলে, উঠিয়ে নেওয়া হয় ব্যান।
নির্মাতা আহসান সারোয়ার প্রথম আলোকে বলেন, ‘ছাড়পত্রের জন্য ২০১৯ সালে সেন্সর বোর্ডে সিনেমাটা জমা করি। সেখান থেকে কিছু দৃশ্যে পরিবর্তন আনার কথা জানানো হয় তখন। সেসব পরিবর্তনসহ জমা দিলে কোনো কারণ ছাড়াই একে “ব্যান” করা হয়। এরপর আমরা আপিল বোর্ডের কাছে আবেদন করলে ২০২৩ সালে ব্যান উঠিয়ে আমাদের ছাড়পত্র দেওয়া হয়।’
‘রং ঢং’ সিনেমায় দেখা যাবে, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিছু নবীনের প্রতারিত হওয়ার গল্প। তেমনই একটি চরিত্রে রয়েছেন ‘মীরাক্কেল’ অভিনেতা জামিল হোসেন। যিনি গায়ক হওয়ার জন্য আসেন। কিন্তু একপর্যায়ে নিঃস্ব হয়ে যান।
এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, শবনম পারভীন, এজাজুল ইসলাম, প্রাণ রায়, অর্ণব খান, সোহেল মণ্ডল প্রমুখ।
ব্ল্যাকশাইন লিমিটেডের ব্যানারে নির্মিত এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, মাহমুদুল হাসান রোমান্স, শামিম আলম বুলেট ও তাসনুব।
গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, কিশোর, সুমিত, জামিল হোসেন ও আদি।
দেশের পাঁচটি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘রং ঢং’। ঢাকায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও সনি স্কয়ার শাখা, লায়ন সিনেমাস, যমুনা ব্লকবাস্টার সিনেমাস ও রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি।