নাটকের শুটিং আর গানের রেকর্ডিং টুকটাক করে শুরু হলেও সিনেমার শুটিং হচ্ছেই না। প্রায় দুই মাস ধরে স্থবির দেশের চলচ্চিত্র অঙ্গন। প্রযোজকেরা আপাতত নতুন সিনেমা মুক্তি দিতে চাচ্ছেন না। তাহলে কেমন চলছে দেশের প্রথম সারির চলচ্চিত্র তারকাদের সময়? দেশের পাঁচ তারকা শাকিব খান, সিয়াম আহমেদ, তমা মির্জা, শবনম বুবলী ও পূজা চেরীর নতুন কাজের খবর নিয়েছেন মনজুর কাদের
এম রাহিমের ‘জংলি’ সিনেমার দুই দিনের শুটিং বাকি ছিল। দিন দশেক আগে ঢাকায় সেই শুটিং শেষ করেছেন সিয়াম। এক দিনের শুটিংয়ে ছিলেন চিত্রনায়িকা বুবলীও। ‘প্রতিপক্ষ’ নামে কলকাতার আরেকটি ছবি শেষ করেছেন সিয়াম। সেপ্টেম্বরে মুক্তির কথা থাকলেও প্রযোজক-পরিচালকেরা ভুগছেন সিদ্ধান্তহীনতায়। এর মধ্যে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম, নাম ঠিক না হওয়া এই ছবির পরিচালকের সঙ্গে প্রথমবার কাজ করবেন ঢালিউড তারকা। তবে সিয়াম মনে করেন, সবারই শুটিংয়ে ফেরা উচিত। বিনোদন অঙ্গনে এখনো স্বাভাবিক পরিবেশটা আসেনি। তাই এখন নিজের ব্যবসায়িক কাজে সময়টা দিচ্ছেন, পাশাপাশি নতুন ছবিতে নতুন রূপে আসার প্রস্তুতি নিচ্ছেন। মাস দুয়েকের মধ্যে ছবিটির শুটিং শুরু হবে বলে জানালেন সিয়াম।
গতকাল বিকেলে কথা হয় সিয়ামের সঙ্গে। তিনি বললেন, ‘চলচ্চিত্র একটি বড় ইন্ডাস্ট্রি। একটি ইন্ডাস্ট্রির মানুষের আয়ের উৎসই যদি বন্ধ হয়ে যায়, তা কোনোভাবে কাম্য নয়। অনেক পরিবার এর ওপর নির্ভরশীল।’
বাজেটভেদে একটি চলচ্চিত্র দুই শ-আড়াই শ, এমনকি তিন শতাধিক শিল্পী, কলাকুশলী কাজ করে থাকেন। শুটিংয়ের আয়ে তাঁদের পরিবার চলে। কথা প্রসঙ্গে সিয়াম বলেন, ‘দেশের চলচ্চিত্রে পেশাদার অর্থ জোগানদাতা, বিনিয়োগকারী বা প্রতিষ্ঠান বলতে গেলে নেই। এক-দুটি যারা আছে, তারাও অপেক্ষা করে কবে ঈদের মতো বড় উৎসব আসবে। তারপর তারা বিনিয়োগ করে, যেন টাকা নিশ্চিতভাবে ফেরত পায়। সমস্যা হচ্ছে, সারা বছর যাঁরা এই ইন্ডাস্ট্রির ওপর নির্ভর করেন, তাঁদের কী হবে তাহলে! বাকি যাঁরা আছেন, তাঁরা তো অনিয়মিত বিনিয়োগকারী। তাঁরা যখন মনে হয় আসেন, এখানে দোষের কিছুও দেখছি না। এটুকু বলতে পারি, আমাদের এই বাজারে সম্ভাবনাময়, তরুণ এবং অভিজ্ঞ অনেক আছেন, আছেন দারুণ সব অভিনয়শিল্পীও, যাঁদের পৃষ্ঠপোষকতা দিলে সুফল আসবে।’
সিয়াম মনে করেন, বড় শিল্পী সিনেমা মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিলে সবার উচিত তাঁকে সমর্থন করা। এই মুহূর্তে দরকার একজন আরেকজনের পাশে থাকা।
‘তুফান’ সিনেমার সাফল্যের মধ্যেই গত জুলাইয়ে দুবাই যান শাকিব খান। সংযুক্ত আরব আমিরাত সরকার তাঁকে গোল্ডেন ভিসা দেয়। এরপর তিনি উড়াল দেন যুক্তরাষ্ট্রে। চলতি মাসের শেষের দিকে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। ফিরে এসে বরবাদসহ আরও দুটি ছবির শুটিং শুরুর কথা রয়েছে। তবে এর মধ্যে তাঁর আরেকটি ছবি ‘দরদ’ মুক্তির প্রক্রিয়াও চলছে।
সেপ্টেম্বরে মুক্তির কথা থাকলেও ছবির নির্মাতা অনন্য মামুন জানালেন, অক্টোবরে ছবিটি আসতে পারে। গতকাল দুপুরে শাকিব খান প্রথম আলোকে জানান, কাজের পরিকল্পনা হয়েছে। কয়েকজন প্রযোজক ও পরিচালক তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। দেশে ফিরেই নতুন কাজের দিনক্ষণ জানাবেন। তিনি বলেন, ‘আমাদের আসলে সবাইকে নিয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হবে, ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে কাজের বিকল্প নেই।’
গত বছর সুড়ঙ্গ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তমা মির্জা। এরপর বছর পার হলেও নতুন ছবিতে অভিনয়ের খবরে ছিলেন না তিনি। মাস দুয়েক আগে দুটি ছবিতে চুক্তি সই করলেও শুটিং শুরু করতে পারেননি। চুক্তি সই করেছেন একটি ওয়েব সিরিজের। গতকাল তমা প্রথম আলোকে জানালেন, শুটিং শুরু হতে এখনো এক থেকে দেড় মাস লাগবে। এখন সিনেমা দেখে, নতুন চিত্রনাট্য পড়ে সময় কাটাচ্ছেন।
তমা তাঁর সই করা ছবির পরিচালক ও সহশিল্পী কারা, এ ব্যাপারে কিছুই বলতে চাইছেন না।
তমা বললেন, ‘সামনে ঈদ, পরিস্থিতি স্বাভাবিক করে শুটিংয়ে যাওয়া উচিত। সবারই পরের কাজের পরিকল্পনা করা উচিত। মানুষ অফিস করছে, সবই চালু হয়েছে, এখন আমরা কাজে গেলে শুনতে হবে, “এই পরিস্থিতিতে ওরা কীভাবে শুটিং করছে!” আমাদেরও যে কাজ করা লাগে, খাওয়া-পরা লাগে, তা কেউ বুঝতে চাইছেন না।’
পারিবারিক প্রয়োজনে গতকাল খুলনায় গেছেন চিত্রনায়িকা পূজা চেরী। এই তারকার ‘মাসুদ রানা’ নামে একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। দুটি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা প্রায় পাকাপাকি হয়ে আছে বলে জানালেন পূজা চেরী। খুলনা থেকে গতকাল দুপুরে তিনি বলেন, ‘একটি চিত্রনাট্য নিয়ে কয়েকবার বসা লাগে।
সেই কাজই এখন চলছে। চরিত্রকে যতক্ষণ না পর্যন্ত আয়ত্ত করতে পারি, শুটিংয়ে যাব না। আশা করি অক্টোবর-নভেম্বরে শুটিং শুরু করতে পারব।’ শুটিং না থাকায় ঘরের কাজ করে, সিনেমা দেখে সময় কাটছে তাঁর।
চিত্রনায়িকা শবনম বুবলীরও একাধিক ছবি মুক্তির অপেক্ষায়। এর মধ্যে জাকির হোসেন রাজুর ‘চাদর’ উল্লেখযোগ্য। এই ছবিতে তাঁর সহশিল্পী সাইমন। অন্যদিকে ‘জংলি’ ছবির অবশিষ্ট কাজ যা ছিল, শেষ করেছেন।