মোশাররফ করিম, মেহজাবীন, তাহসানরা যখন ‘সুপারহিরো’

সুপারহিরোদের নিয়ে নির্মিত সিনেমা ‘জাস্টিস লিগ’ সারা বিশ্বের দর্শকের কাছে জনপ্রিয়। এখানে অভিনয় করেছেন বেন অ্যাফ্লেক, হেনরি ক্যাভিল, গাল গ্যাদত, এজরা মিলার, জেসন মেমোয়া, রে ফিসার, অ্যামি অ্যাডামস, জেরেমি আয়রন্স, ডায়ান লেন, জে কে সিমন্সসহ আরও অনেকে। হলিউডের জনপ্রিয় ডিসি কমিকসের এসব চরিত্রে যদি বাংলাদেশের অভিনয়শিল্পীরা নাম লেখাতেন, কেমন দেখাত? তেমন কিছু ছবিই ভক্তরা ফেসবুকে ভাগাভাগি করেছেন। সেটাই দেখে নেওয়া যাক ছবি ছবিতে। (পর্ব–২)
‘কমিশনার গর্ডন’ চরিত্রে মোশাররফ করিমকে পছন্দের তালিকায় রাখা হয়েছে। ছবি: ফেসবুক
‘কমিশনার গর্ডন’ চরিত্রে মোশাররফ করিমকে পছন্দের তালিকায় রাখা হয়েছে। ছবি: ফেসবুক
‘শাজাম’ চরিত্রে তাহসান খানের লুক দেখে নিতে পারেন
কে এই ‘ওয়ান্ডার ওম্যান’? বাংলাদেশে ‘সুপারহিরো’ সিনেমাটি কোনো দিন নির্মিত হলে মেহজাবীনকে এই চরিত্রে ভাবা যেত
‘পেঙ্গুইন’ চরিত্রে অভিনয় করতে পারতেন ডিপজল
ক্যাট ওম্যান চরিত্রে সুনেরাকে পছন্দ ঠিক আছে বলছেন ভক্তরা।