গত সপ্তাহে ছয়টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘শরতের জবা’ সিনেমাটি। প্রায় তিন মাস পর ঝুঁকি নিয়েই সিনেমার মুক্তি দিয়েছিলেন পরিচালক ও অভিনেত্রী কুসুম সিকদার। জানালেন দর্শক সাড়ায় খুশি তিনি। চলতি সপ্তাহ থেকে তাঁর সিনেমাটি ঢাকার পাঁচ সিনেপ্লেক্সে চলবে। এদিকে আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা ‘হৈমন্তীর ইতিকথা’ ও ‘চরিত্র’। এ ছাড়া নতুন করে চলবে পুরোনো কয়েকটি সিনেমাও।
যমুনা ব্লকবাস্টারসহ দুই হলে চলবে শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’। শাকিব খান অভিনীত হিমেল আশরাফের রাজকুমার যশোরের মনিহারসহ বেশ কিছু হলে চলছে। গত ঈদে মুক্তি পাওয়া শাকিব অভিনীত রায়হান রাফীর আলোচিত সিনেমা ‘তুফান’ ঢাকা ও ঢাকার বাইরে এখনো ৯টি হলে চলছে। এদিকে আগামী কয়েক সপ্তাহে সার্টিফিকেশন সনদ পাওয়া সাপেক্ষে ‘ট্র্যাপ’, ‘নয়া মানুষ’, ‘ভয়াল’, ‘যাপিত জীবন’ সিনেমাগুলো মুক্তির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে সিনেমা হল চাঙা হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
২৬ জুলাই হৈমন্তীর ইতিকথা মুক্তির কথা ছিল। কিন্তু তখন দেশের চলমান অবস্থার কারণে সরে দাঁড়ান পরিচালক। প্রায় তিন মাস পরে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। তিনি বলেন, ‘বলা যায়, সিনেমাটির মুক্তি নিয়ে আমরা এক জটিলতার মধ্যেই পরেছি। ডেট দিয়েও আগে মুক্তি দিতে পারিনি। দীর্ঘদিন দর্শক সিনেমা হলে আসছে না। এখন রিলিজ করার চেয়ে পরে করলেই ভালো হতো। কিন্তু আমাদের মনে হয়েছে এই সিনেমার যে দর্শক, তাঁরা যেকোনো সময়েই সিনেমাটি দেখবেন।’
এই সিনেমার মাধ্যমে ঐশিকা ঐশীর ঢালিউডে অভিষেক ঘটছে। তাঁর বিপরীতে রয়েছেন সাইফ খান। যৌতুক প্রথা এখনো কিন্তু শেষ হয়ে যায়নি। জীবনঘনিষ্ঠ সেই বিষয়গুলোই সিনেমায় গুরুত্ব পেয়েছে উল্লেখ করে সাইফ বলেন, ‘বর্তমান সময়ের আবহেই সিনেমাটির গল্প। জীবনের মানসিক দ্বন্দ্ব ও মনস্তাত্ত্বিক দিকগুলোই দর্শক দেখতে পারবেন।’
দ্বীন ইসলামের পরিচালনায় আরেক সিনেমা ‘চরিত্র’ মুক্তি পাচ্ছে। সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত। জীবনের নানা ঘাত–প্রতিঘাত এতে উঠে এসেছে। নির্বাচন সামনে রেখে একটি গ্রামের নানা রকম পরিবর্তন হয়, সেগুলো সামাজিক বার্তা হিসেবে তুলে ধরছেন পরিচালক। এই সিনেমায় ‘নদী রে’ গান গেয়েছেন সংগীতশিল্পী ক্লোজআপ ওয়ান রিংকু। অনেক দিন পরে তাঁকে পাওয়া যাবে সিনেমার প্লেব্যাকে।
‘চরিত্র’ সিনেমায় অভিনয় করেছেন ফারহাদ, কান্তানূর, মিষ্টি মারিয়া, ফারুক আহমেদ, প্রয়াত মাসুম আজীজসহ অনেকে। ফারুক আহমেদ বলেন, ‘সিনেমাটি মুক্তির কথা শুনেছি। কিন্তু অন্য কোনো তথ্য আমাকে কেউ জানায়নি। কোন হলে মুক্তি পাচ্ছে, সেটাও জানি না। গ্রামীণ গল্পের এই সিনেমায় আমি চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছি। অসৎ কিছু চরিত্র এখানে উঠে এসেছে।’
এদিকে সিনেমা হলে আগের তুলনায় দর্শক সংখ্যা বাড়ছে বলে জানালেন হল প্রদর্শক সমিতির নেতা আলাউদ্দিন মিয়া। তিনি জানান, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। এখন সিনেমা হলে আগের তুলনায় দর্শকেরা কিছুটা বেশি আসছেন। তিনি বলেন, ‘নিয়মিত সিনেমা মুক্তি দিতে হবে। যেকোনো সিনেমা মুক্তি দিলেই হবে না। ভালো ছবি লাগবে। তাহলে বন্ধ থাকা হলগুলোও চালু হবে।’
‘শরতের জবা’ মুক্তির অভিজ্ঞতা থেকে সিনেমার পরিচালক কুসুম সিকদার বলেন, ‘আমি ভেবেছিলাম এই সময়ে আর কত দর্শক পাব। তবে আমার প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছি। আমি সিনেপ্লেক্সের বাইরে মুক্তি দিচ্ছি না। তবে অনেক হল থেকে সিনেমাটি চেয়েছিল। এটাও সিনেমার জন্য ভালো খবর।’
‘তুফান’ গত জুলাই মাসেও তুমুল আলোচনায় ছিল। স্টার সিনেপ্লেক্সের একটি হিসাবে দেখা যায়, সর্বশেষ জুলাইতে গড়ে সিনেমাটি ৪০ বেশি শো হাউসফুল হয়েছে। পরে আবার মুক্তি পায় সিনেমাটি। এর প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘সিনেমাটি ওটিটিতে থাকার পরেও দর্শক এখনো সিনেমা হলে দেখছেন। দর্শক তুলনামূলক বাড়ছে। ভালো সাড়া পাচ্ছি। হয়তো সামনে হল সংখ্যা বাড়তে পারে।’
এ ছাড়া গত ১২ জুলাই মুক্তি পায় ‘আজব কারখানা’। পরিচালক শবনম জানালেন, এক মাস ধরে সিনেমাটি আবার চালাচ্ছে হল কর্তৃপক্ষ। তিনি বলেন, ‘যমুনা ব্লকবাস্টার, নারায়ণগঞ্জসহ বেশ কিছু জায়গায় চলছে। বুঝতে পারছি দর্শক বাড়ছে।’