অপর্ণা সেন ও অঞ্জন দত্ত। হইচইয়ের ইনস্টাগ্রাম থেকে
অপর্ণা সেন ও অঞ্জন দত্ত। হইচইয়ের ইনস্টাগ্রাম থেকে

‘এই রাত তোমার আমার’, গান নয় সিনেমার গল্প

তাঁদের দুজনের মধ্যে অনেক মিল। দুজনই দারুণ অভিনয়শিল্পী। আবার দুজনই নির্মাতা। এবার আবারও পর্দায় দেখা যাবে এই অভিনয়শিল্পী-নির্মাতা জুটিকে। হচ্ছিল অপর্ণা সেন আর অঞ্জন দত্তের কথা, তাঁদের নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘এই রাত তোমার আমার’। সিনেমাটি ৩০ আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটির পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তিনিও অপর্ণা-অঞ্জনের মতো অভিনেতা ও পরিচালক।

পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ছবিতে জুটি হিসেবে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অঞ্জন-অপর্ণা। ছবির নামে আবার রয়েছে কালজয়ী গানের স্মৃতি। গত মঙ্গলবার ছবির পোস্টার প্রকাশ করা হয়েছে।

অপর্ণা সেন ও অঞ্জন দত্ত। হইচইয়ের ইনস্টাগ্রাম থেকে
অপর্ণা সেন ও অঞ্জন দত্ত। হইচইয়ের ইনস্টাগ্রাম থেকে

পাঁচের দশকে মুক্তি পাওয়া ‘দীপ জ্বেলে যাই’ সিনেমার জন্য গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। নিজের সুরে গানটি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সেই গানের স্মৃতিই ফেরাল হইচই স্টুডিওজ নিবেদিত এই সিনেমা।

সারা জীবন একসঙ্গে কাটানোর পরও অনেক না বলা কথা রয়ে যায় মনের ভেতরে। তাতে জমে থাকে মান-অভিমান, অভিযোগ-অনুযোগ আর একরাশ অনুভূতির জলীয়বাষ্প। তারপর আচমকাই এমন একটা রাত আসতে পারে যাতে মনের সমস্ত আগল খুলে যায়। নিজেকে উজাড় করে দিতে ইচ্ছে করে। এমনই এক নিশিযাপনের কাহিনি ‘এই রাত তোমার আমার’, লিখেছে পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিন।

নয়ের দশকে অপর্ণা সেনের পরিচালনায় অঞ্জন দত্ত হয়েছিলেন ‘যুগান্ত’ সিনেমার দীপক। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’ সিনেমায় দেখা গিয়েছিল দুজনকে। তবে সেখানে তাঁরা ছিলেন দুঁদে আইনজীবী ভাস্কর মুখোপাধ্যায় ও অন্নপূর্ণা বসুর চরিত্রে। এবার ভিন্ন রসায়ন।

সিনেমার পোস্টার। হইচইয়ের ইনস্টাগ্রাম থেকে

নিজের চেয়েও বেশি বয়সের চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত। এর জন্য ওজনও বাড়িয়েছেন তিনি। আরও একটু ভারিক্কি দেখাতে সাহায্য করেছে সোমনাথ কুণ্ডুর মেকআপ। শোনা গেছে, ছবিটি অঞ্জন দত্ত ও অপর্ণা সেনের চরিত্রকেই কেন্দ্র করে। তবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে পরমব্রতও অভিনয় করেছেন।

৩০ আগস্ট পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পেলেও বাংলাদেশের দর্শককে খুব বেশি সময় ছবিটি দেখার জন্য অপেক্ষা করতে হবে না। কারণ, আগামী ৬ সেপ্টেম্বরেই ছবিটি মুক্তি পাবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইতে।