কুড়িগ্রাম থেকে শুরু ‘আদিম’–এর নতুন যাত্রা

‘আদিম’ শুটিংয়ের দৃশ্য
ছবি: সংগৃহীত

২৫ মে মাত্র চারটি সিনেমা হলে মুক্তি পায় মস্কো চলচ্চিত্র উৎসবে নেটপ্যাকজয়ী সিনেমা ‘আদিম’। পরে স্বল্প পরিসরে আরও কয়েকটি হলে সিনেমাটি মুক্তি পায়। এবার মুক্তির বিকল্প পথে হাঁটছেন তরুণ নির্মাতা যুবরাজ শামীম।

পরিচালক বলেন, ‘আমাদের প্রত্যাশার চেয়ে বেশি দর্শক ছিল। আমরা কল্পনাই করতে পারি নাই এক লাখ টাকার টিকিট বিক্রি করতে পারব। স্ক্রিনিংও বেড়েছিল। কিন্তু ব্যবসায়িক কারণে সিনেপ্লেক্সগুলো পরে হয়তো আর সিনেমাটি চালায়নি। কিন্তু অনেকেই বিভিন্ন জেলা থেকে সিনেমাটি দেখতে চাইছেন। সে জন্য আমরা বিকল্প পথে সিনেমাটির প্রদর্শনী নিয়ে এগোচ্ছি।’

সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন আমির হামযা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে তাঁর বাড়ি। জেলাটিতে কোনো সিনেমা হল নেই।

যুবরাজ শামীম

সে কারণে এলাকার আরও কয়েকজনের সহযোগিতায় নিজের জেলায় সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করেছেন এই চিত্রগ্রাহক।

শামীম বলেন, ‘আগামী ঈদে কুড়িগ্রাম থেকে বিকল্প উপায়ে আমাদের যাত্রা শুরু হবে। সিনেমাটি কুড়িগ্রামে তিন দিন চলবে। ইচ্ছা আছে এরপর চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও আবার ঢাকায় মুক্তি দেব।’

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, সোহাগী খাতুন, দুলাল মিয়া, সাদেক প্রমুখ।