আগামী ঈদুল ফিতরে ‘লিডার, আমি বাংলাদেশ’, ‘কিল হিম, ‘পাপ, ‘জিন’ ছবিগুলো মুক্তির আলোচনায় আছে। ঈদের ছবির তালিকায় আরও একটি ছবি যুক্ত হলো—‘আদম’। আজ রোববার রাতে ছবির ২ মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেলার প্রকাশিত হবে।
ছবির পরিচালক তাওহীদ হিরন বলেন, ‘এবারের ঈদে মুক্তির তালিকায় থাকা ছবিগুলো সবই বাণিজ্যিক ঘরানার। সেই জায়গা থেকে “আদম” একটু অন্য ধরনের ছবি। মনে হলো, একই ঘরানার ছবির স্বাদ থেকে দর্শকের বাড়তি আনন্দ দিতে, একটু ভিন্ন স্বাদ দিতে ছবিটি ঈদে মুক্তি দেওয়া যেতে পারে। তা ছাড়া প্রযোজকও চাইলেন। তবে আমরা বেশিসংখ্যক হলে যাব না।’
পরিচালক জানালেন এরই মধ্যে যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসে মোটামুটি চূড়ান্ত হয়েছে। স্টার সিনেপ্লেক্সসহ কয়েকটি হলের সঙ্গে কথাবার্তা চলছে।
মানুষের ভালো ও খারাপ রূপ ঘিরে ‘আদম’ ছবির গল্প। ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ঐশী ও ইয়াশ রোহান।
২০২১ সালে ‘মিশন এক্সট্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক হলেও ঈদ উৎসবে এটি ঐশীর প্রথম ছবি। এ কারণে ছবিটি নিয়ে বাড়তি আগ্রহ আছে এই অভিনেত্রীর। ছবিতে আশির দশকের গ্রামের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রটির নাম সাদিয়া।
এরই মধ্যে আরও তিনটি ছবিতে অভিনয় করেছেন ঐশী। তবে এ ছবিতে কাজ করতে তাঁকে বেশি পরিশ্রম করতে হয়েছে বলে জানালেন।
এ প্রসঙ্গে ঐশী বলেন, ‘আর যেসব ছবিতে কাজ করেছি, খুব একটা কষ্ট হয়নি। কিন্তু এই ছবিতে বেশি পরিশ্রমের সুযোগ ছিল। আশির দশকের গ্রামের একটি মেয়ে চরিত্রে প্রস্তুত হয়ে আমাকে কাজ করতে হয়েছে। বাস্তব জীবনে এ ধরনের চরিত্রে আমি অভ্যস্ত নই। সুতরাং চরিত্রের সঙ্গে মিশে যেতে যা যা করা দরকার, সেভাবে কাজ করেছি আমি।’
২০১৯ সালের আগস্টে ‘আদম’-এর শুটিং শুরু হয়। ২০২৩ সালে এসে মুক্তি পাচ্ছে ছবিটি। তাতেও আনন্দিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত ঐশী। তিনি বলেন, ‘যাক, শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পাচ্ছে। তা–ও আবার ঈদ উৎসবে। ভালো লাগছে আমার। এবারের ঈদ আমার জন্য একটা স্পেশাল ঈদ হবে।’
ছবিতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, মুনিরা মিঠু, প্রাণ রায়, অ্যালেন শুভ্র, মিলন ভট্টাচার্য, আফফান মিতুল প্রমুখ। ছবির চিত্রনাট্যও পরিচালকের।