শেষ পাতা সিনেমার দৃশ্য
শেষ পাতা সিনেমার দৃশ্য

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

‘শেষ পাতা’, ‘মেঘের কপাট’সহ যেসব সিনেমা দেখতে পারেন

দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে টালিউডের নির্মাতা অতনু ঘোষের সিনেমা ‘শেষ পাতা’। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় আজ সকাল ১০টায় সিনেমাটির প্রদর্শনী রয়েছে।
২০২৩ সালের ১৪ এপ্রিল মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরীসহ আরও অনেকে অভিনয় করেছেন। ‘ময়ূরাক্ষী’, ‘রবিবার’, ‘বিনিসুতোয়’ ‘এক ফালি রোদ’, ‘অংশুমানের ছবি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন অতনু ঘোষ।

‘মেঘের কপাট’ সিনেমার দৃশ্য

আজ প্রদর্শনীর তালিকায় থাকা সিনেমার মধ্যে ঢাকার পরিচালক ওয়ালিদ আহমেদের ‘মেঘের কপাট’ও রয়েছে। সিনেমাটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ বিকেল পাঁচটায় প্রদর্শিত হবে। এতে অভিনয় করেছেন রাকিব, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেনসহ আরও অনেকে।
গত শনিবার থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব শেষ হবে ২৮ জানুয়ারি।

আজ যেসব সিনেমা দেখতে পারেন
জাতীয় জাদুঘর (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন)
সকাল ১০টা ৩০: ‘নাম্বার টেন’, হামিদ জারগার নেজহাদি (ইরান), বেলা তিনটা: ‘দ্য লাস্ট অনার’, রোজি বরা (ভারত), সন্ধ্যা ৭টা, ‘অদেখা ঋত্বিক’, শুভঙ্কর ভৌমিক (ভারত)।
জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
সকাল ১০টা ৩০ মিনিট: ‘দেয়ার অ্যান্ড ব্যাক’, ওলেগ আসাদুলিন (রাশিয়া), বেলা ১টা: ‘জালালডাইন’, হাসান বেঞ্জালৌন (মরক্কো)।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন)
সকাল ১০টা: ‘লুজ টু উইন’, হু গাও (চীন), বেলা ১টা: ‘দ্য লাইট’, আন্থন কোলোমেয়েত (রাশিয়া), বেলা ৩টা: ‘লেদার জ্যাকেট ম্যান’, হোসাইন মির্জা মোহাম্মদি (ইরান), বিকেল ৫টা: ‘মেঘের কপাট’, ওয়ালিদ আহমেদ (বাংলাদেশ)।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন)
বেলা ৩টা: ‘আই অ্যাম হোয়াট অ্যাই অ্যাম’, সাং জেইপেং (চীন), বিকেল ৫টা: ‘পাসেঞ্জার’, ইভান মনোয়ার (বাংলাদেশ)।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন, ষষ্ঠ তলা)
বিকেল ৫টা: ‘প্লেসেস অব দ্য সোল’, হামিদা ইসা (কাতার)।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, ধানমন্ডি
সকাল ১০টা: ‘শেষ পাতা’, অতনু ঘোষ (ভারত)।