অনন্য একজন আলী যাকের

আলী যাকের
ছবি: প্রথম আলো

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় আলী যাকের শুরু করেছিলেন নাট্যচর্চা। শিল্প সংস্কৃতির মানুষ হয়ে স্বাধীনতা যুদ্ধেও অবদান রেখেছেন তিনি। ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক ‘কবর’ দিয়ে মঞ্চ নাটকে প্রথম অভিনয় শুরু তাঁর। এরপর প্রায় ৫ দশক মঞ্চে অভিনয় করেছেন তিনি।

২০১৮ সালের ১৪ অক্টোবর ‘গ্যালিলিও’ হয়ে শেষবারের মতো মঞ্চে উঠেছিলেন আলী যাকের। নাটক শেষে তিনি বলেছিলেন, ‘সবকিছু ভুলতে পারলেও ভুলতে পারি না এই মঞ্চ। যতবার নাটক নিয়ে মঞ্চে উঠি, প্রতিবারই যেন আমার পুনর্জন্ম হয়।’ এভাবেই তিনি মঞ্চের প্রতি তাঁর আবেগ ভালোবাসা প্রকাশ করেন এই অভিনয়শিল্পী।

২০১১ সালে গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত ভাঙা–গড়া নাট্যেৎসবের মঞ্চে আলী যাকের ও আসাদুজ্জামান নূর।

‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’, ‘বাকী ইতিহাস’, ‘বিদগ্ধ রমণী কুল’, ‘তৈল সংকট’, ‘এই নিষিদ্ধ পল্লীতে’, ‘দেওয়ান গাজীর কিসসা’, ‘সৎ মানুষের খোঁজে’, ‘কোপেনিকের ক্যাপ্টেন’, ‘ম্যাকবেথ’, ‘টেমপেস্ট’, ‘নূরুলদীনের সারাজীবন’, ‘গ্যালিলিও’ এর মতো মঞ্চনাটকে অভিনয় করে মঞ্চ মাতিয়ে রেখেছিলেন এই প্রয়াত অভিনেতা। তাঁর অভিনীত নূরুলদীন, গ্যালিলিও এবং দেওয়ান গাজী চরিত্র বিপুল জনপ্রিয়তা পায়। এই তিনটি চরিত্রই আলী যাকেরের প্রিয় চরিত্র। শেক্‌সপিয়ারের কিং লিয়ার চরিত্রে অভিনয় করার ইচ্ছা ছিল তাঁর কিন্তু করা হয়ে ওঠেনি।

আলী যাকের (১৯৪৪–২০২০)

মঞ্চ নাটকে কেবল অভিনেতা নয়, একজন সফল নির্দেশকও ছিলেন আলী যাকের। তাঁর অভিনীত বেশিরভাগ নাটকের নির্দেশনা তিনি নিজেই দিয়েছিলেন। বাংলাদেশের দর্শক অর্থের বিনিময়ে নাটক দেখবে, এ ধারণা আগে ছিল না। বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের একটা অংশ ছিল নাটক। অর্থের বিনিময়ে নাটকের চিন্তাটা প্রথম আসে আলী যাকেরের মাথা থেকে। আর অর্থের বিনিময়ে দর্শক মঞ্চে যে নাটকটি প্রথম দেখে সেটি ‘বাকী ইতিহাস’।

বাবা আলী যাকেরের সঙ্গে ছেলে ইরেশ যাকের

মঞ্চের পাশাপাশি টেলিভিশন নাটকেও জনপ্রিয়তা পেয়েছেন আলী যাকের। তাঁর অভিনীত ‘আজ রবিবার’, ‘বহুব্রীহি’, এখনও মানুষের কাছে জনপ্রিয়। বর্তমান সময়ে নাটকের মান নিয়ে যখন আলোচনা হয় তখন সকলে মনে করিয়ে দেয় নব্বই দশকের এই নাটকগুলোর কথা। অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করতেন আলী যাকের। লিখেছেন অনেক মৌলিক নাটক, বই। একজন শৌখিন আলোকচিত্রী হিসেবেও তাঁকে দেখা যায়। দেশ স্বাধীনের পর দেশের সংস্কৃতি অঙ্গন গঠনে যারা ভুমিকা রেখেছেন তাদের মধ্যে একজন আলী যাকের।

১৯৪৪ সালে জন্ম নেওয়া এই অভিনয়শিল্পী বেশ কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। কিন্তু করোনার কাছে হার মানতে হয়। ২০২০ সালে ২৭ নভেম্বর মারা যান তিনি। আজ তাঁর জন্মদিন।