আর্জেন্টিনার সমর্থক হয়েও পরীমনি যে কারণে ৭ দিন ব্রাজিলের জার্সি গায়ে দেবেন

ব্রাজিলের জার্সি গায়ে পরীমনি
ছবি: সংগৃহীত

‘কমেন্ট্রি বক্সে মেসির নামটা বললেই আমার বুকের মধ্যে একটা গোল হয়ে যায়’, ‘দুচোখেই শুধু মেসি’, ‘মেসির জন্য উড়ন্ত চুমু’, ‘মেসি একটা ভালোবাসা’—ফেসবুকে মেসির জন্য এ ভালোবাসা ব্যক্ত করেছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি আর্জেন্টিনার একজন কড়া সমর্থক। সেই নায়িকাই এবার সাত দিনের জন্য ব্রাজিলের জার্সি গায়ে দেবেন। কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন?

খেলা দেখার ফাঁকে পরীমনি
ছবি: সংগৃহীত

গত রাতে মেসিরা আর্জেন্টিনা ফাইনাল খেলার টিকিট অর্জন করেছে। এই বিজয়ে খুশি আর্জেন্টিনা–ভক্ত পরীমনি। তারপরও কেন ব্রাজিলের জার্সি গায়ে দেবেন? এটা ছিল পরীমনির বাজি। এর আগে তাঁদের বাজিতে ব্রাজিলের সমর্থক স্বামী শরীফুল রাজকে এক দিনের জন্য আর্জেন্টিনার জার্সি গায়ে দিতে হয়েছিল। সেই প্রসঙ্গে পরীমনি জানিয়েছিলেন, ‘আমি তো মেসির পাগল। আমাকে খুশি করতে রাজও আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা দেখে। কিন্তু খেলা দেখতে বসে রাজ যেভাবে টিপ্পনী কাটে আমাকে, খেলায় হারার চেয়ে বেশি কষ্ট লাগে।’

ছেলে রাজ্যকে নিয়ে । আর্জেন্টিনার জার্সিতে রাজ

তারপরই পরীমনি শরীফুল রাজের সঙ্গে অন্য রকম বাজি ধরেন। এ নিয়ে পরীমনি ফেসবুকে লিখেছেন, ‘বলেছিলাম, আর্জেন্টিনা জিতে গেলে আমি ব্রাজিল সাপোর্টার রাজের জন্য সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব।’ সেই ব্রাজিলের জার্সি গায়ে আজ পরীমনির প্রথম দিন। গতকাল প্রথম থেকেই এই চিত্রনায়িকা আশাবাদী ছিলেন আর্জেন্টিনা জিতবে। অবশেষে ৩ গোলে আর্জেন্টিনার জয় তাঁর চোখে পানি এনে দিয়েছে।

রাজ ও পরীমনি

শুধু গত রাতের খেলাই নয়, এর আগে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। সেই খেলা দেখাও ছিল পরীর জন্য অন্য রকম অভিজ্ঞতা। সেই সময় পরী জানিয়েছিলেন, ‘খেলা শুরুর পর থেকে ভয় লাগছিল। আমার বুক কাঁপছিল। মানসিকভাবে অনেক চাপ নিচ্ছিলাম। আর্জেন্টিনা প্রথম গোল দেওয়ার পর তো আবেগে কেঁদে ফেলেছি।’ আর্জেন্টিনার প্রতিটা খেলার দিন পরীকে উৎসাহ জোগাতে স্বামী রাজ আর্জেন্টিনার জার্সি পরে একসঙ্গে খেলা দেখতে বসে যান।