‘মেকাপ’ ছবিতে একজন চলচ্চিত্র তারকার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান
‘মেকাপ’ ছবিতে একজন চলচ্চিত্র তারকার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান

আপিল বোর্ডও নিষিদ্ধ করল ‘মেকাপ’

তিন বছর আগে পরিচালক অনন্য মামুন ‘মেকাপ’ ছবিটি বানান। নির্মাণ শেষে সেন্সর ছাড়পত্রের জন্য জমা পড়লে আটকে দেয় তৎকালীন সেন্সর বোর্ড। এরপর ছবিটির মুক্তির অনুমতির জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটির কাছে আবেদন করা হয়। সিনেমাটি নিয়ে নতুন করে বিপত্তিতে নির্মাতা। কারণ, আবারও সিনেমাটিকে প্রদর্শন অযোগ্য বলে ঘোষণা করেছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডও। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার এক আদেশে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩ এর ১২(১) উপধারা ‘লঙ্ঘন করে’ আপিল আবেদন দাখিল করায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি তা নাকচ করেছে। এর ফলে এখন থেকে ‘মেকাপ’ সিনেমাটি সার্টিফিকেটবিহীন চলচ্চিত্র হওয়ায় সারা দেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে।

‘মেকাপ’ ছবির শুটিংয়ে রিয়েলি ও রোশান

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আদেশে এ–ও বলা হয়, চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ দোষীদের বিরুদ্ধে গ্রহণ করা হবে আইনানুগ ব্যবস্থাও। বর্তমানে ছবির পরিচালক অনন্য মামুন তাঁর মুক্তি প্রতীক্ষিত ছবি ‘দরদ’–এর কাজে ভারতের মুম্বাইয়ে আছেন। সেখান থেকেই সিনেমাটির প্রসঙ্গে ফেসবুকে লিখেছেন, ‘মেকাপ’ নিয়ে ভুল তথ্য বা ব্যাখ্যা করবেন না। সেন্সর বোর্ড অনুমতি না দেওয়ায় আপিল বিভাগ দেখে সিনেমাটি বাতিল করে। যতক্ষণ পর্যন্ত আপিল বিভাগ বাতিল না করে ততক্ষণ পর্যন্ত নতুন করে রিভাইজড ভার্সন জমা করার নিয়ম নেই।’ এখন ‘মেকাপ’ সিনেমাটি নতুন করে সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে বলে জানান এই নির্মাতা।

‘মেকাপ’ ছবির শুটিংয়ে রিয়েলি ও রোশান

অনন্য মামুন বলেন, ‘এখন ‘মেকাপ’ সিনেমাটি নতুন করে সার্টিফিকেশন বোর্ডে জমা দেয়া হবে। আশা করি সার্টিফিকেশন বোর্ড সারা দেশে প্রদর্শন অনুমতি দেবে। গত সরকারে সময় কিছু সেন্সরবোর্ড সদস্য ইচ্ছা করে চলচ্চিত্র বাতিল করে ছিল।
বিনোদন অঙ্গনের তারকাদের লুকিয়ে থাকা গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘মেকআপ’।

অনন্য মামুন পরিচালিত ‘মেকাপ’ ছবিটিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। আরও রয়েছেন জিয়াউল রোশান, কাজী উজ্জ্বল, রিয়েলি খান ও কলকাতার পায়েল মুখার্জি। দেশের চলচ্চিত্র অঙ্গনের মানুষকে দৃষ্টিকটুভাবে উপস্থাপন করার অভিযোগে ‘মেকাপ’ ছবিটি নিষিদ্ধ করা হয়েছিল বলে জানিয়েছিলেন সেন্সর বোর্ড সদস্য খোরশেদ আলম। ‘মেকাপ’ সিনেমাটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।