মারা গেছেন ‘উজান ভাটি’খ্যাত নির্মাতা সি বি জামান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। আজ শুক্রবার দুপুরে মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন নির্মাতার ছেলে সি এফ জামান। গুরুতর অসুস্থ হয়ে গত কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
আজ বাদ এশা এফডিসিতে সি বি জামানের জানাজা অনুষ্ঠিত হবে। ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন পরিচালক সমিতির উপমহাসচিব কবিরুল রানা।
এর আগে গত সপ্তাহে সি বি জামানের হার্ট অ্যাটাকের খবর দেন ছেলে সি এফ জামান। তখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাঁকে আইসিইউতে ভর্তি করেন। অবস্থার উন্নতি না হওয়ায় এরপর তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখান থেকেই আর ফেরানো গেল না এই নির্মাতাকে।
এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান এই পরিচালক। সর্বশেষ গত বছরের এপ্রিলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, আড়াই দশকের ক্যারিয়ারে ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’সহ বেশ কয়েকটি প্রশংসিত সিনেমা নির্মাণ করেছেন পরিচালক জামান। তাঁর পরিচালিত চলচ্চিত্র ‘পুরস্কার’ ১৯৮৩ সালে পাঁচ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।