টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী ভাবনা সময়–সুযোগ পেলে চলচ্চিত্রেও অভিনয় করেন। তাঁর অভিনীত চলচ্চিত্রের তালিকায় ‘ভয়ংকর সুন্দর’ যেমন আছে, তেমনি আছে ‘লাল মোরগের ঝুঁটি’। সম্প্রতি শুটিং করেছেন ‘যাপিত জীবন’ ও ‘পায়েল’ নামে দুটি চলচ্চিত্রের।
গতকাল রোববার দুপুরে জানা গেল, ‘চারুলতা’ নামে নতুন আরেকটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ভাবনা। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত হয়েছে। মাসখানেকের মধ্যে শুটিংয়েও অংশ নেবেন বলে জানালেন এই অভিনয়শিল্পী।
গত বছরের শেষ দিকে ‘চারুলতা’ পরিচালক রাইসুল ইসলামের ইতি চিত্রা নামে একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মুক্তির পর ছবিটি প্রশংসা কুড়িয়েছে। এবার তাঁর নতুন ছবি ‘চারুলতা’য় চারু চরিত্র নিয়ে আসবেন ভাবনা।
এই অভিনয়শিল্পী বললেন, ‘গল্পটা শুনেই আমার কাছে ভালো লেগেছে। তাই ছবিটা করছি। আমার মনে হয়েছে, সব ধরনের ছবিতে অভিনয় করতে হবে। কবে একটা বিগ বাজেটের ছবির প্রস্তাব পাব, সেটার জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করব, এমনটা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।
আর তা করতে করতে একসময় আর হয়ে ওঠে না। এ–ও মনে হয়েছে, আমি যদি নিজেকে অভিনয়শিল্পী হিসেবে সবার সামনে উপস্থাপন করতে চাই, তাহলে ছবির সংখ্যা বাড়াতে হবে। আমাদের অগ্রজ শিল্পীরাও এমনটাই করেছেন। আমি যদি একটা ভালো সিনেমায় অভিনয় করে চুপচাপ বসে থাকি, তাহলে তো চলবে।’
কথায় কথায় ভাবনা জানালেন, ‘চারুলতা’ ছবির পুরো শুটিং হবে ঢাকার নিউমার্কেটে। তিনি বললেন, ‘ছবিতে আমার চরিত্রটাও বেশ মজার। নিম্নবিত্তর পরিবারের একটা মেয়ে, যে নিউমার্কেটে চুড়ির দোকান নিয়ে বসে।
মোদ্দাকথা, নিউমার্কেটের একজন হকারের জীবন “চারুলতা” ছবিতে তুলে ধরা হবে। সেই মেয়েটা কী ভাবছে, কী করতে চায়, এসবই তুলে আনা হবে।’
‘চারুলতা’ ছবিটির শুটিং এরই মধ্যে শুরু হওয়ার কথা ছিল বলে জানালেন ভাবনা। কিন্তু নির্বাচনের কারণে এই মুহূর্তে তা শুরু করেননি। ভাবনা বললেন, ‘এখন পুরো নিউমার্কেট নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে, নাহলে আমরা এর মধ্যেই শুটিং শুরু করে দিতাম।’