দেড় বছর ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। পুরোটা সময় তাঁর ছায়াসঙ্গী হিসেবে আছেন স্ত্রী ফারহানা পাঠান। সপ্তাহখানেক আগে ফারুককে দেখতে সিঙ্গাপুরে ছুটে গেছেন তাঁর ছেলে শরৎ, মেয়ে ফারিহা ও ভাগনি লিমা। ফারহানা জানালেন, দীর্ঘদিন পর সন্তানদের পেয়ে খুশিতে আত্মহারা এ অভিনেতা, কেঁদে ফেলেছেন তিনি।
ফারুকের সঙ্গে পরিবারের সদস্যদের আনন্দঘন মুহূর্তগুলো ফ্রেমবন্দী করে ফেসবুকে পোস্ট করেছেন তাঁর স্ত্রী, ছবিতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পাওয়া গেছে ফারুককে। ১৮ আগস্ট ৭৪ পেরিয়ে ৭৫ বছরে পা দিলেন ‘মিয়া ভাই’ হিসেবে পরিচিত এ অভিনেতা। হাসপাতালেই কেটেছে তাঁর জন্মদিন, সন্তানেরা শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁর স্ত্রী জানালনে, সন্তানেরা সিঙ্গাপুর যাওয়ার পর ১৭ মাসে প্রথমবার হাসপাতাল থেকে বের হয়েছেন তিনি, বাচ্চাদের নিয়ে কেনাকাটা করেছেন। চলতি বছরের শেষ ভাগে ফারুককে নিয়ে দেশে ফিরবেন তিনি।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে সিঙ্গাপুরে যান ফারুক। পরীক্ষায় তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তিনি।
চিকিৎসকের পরামর্শে তখন দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তখন থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিতে শুরু করেন ফারুক। প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।