বাংলা সিনেমার পুরোনো কোনো গান ভাইরাল হওয়া নতুন কিছু নয়। জনপ্রিয়তা পাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য ‘বিধি তুমি বলে দাও আমি কার’ গানটি। স্কুল–কলেজ কিংবা যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায়ই গানটি শোনা যায়। ‘ফুল নেবো না অশ্রু নেবো’ সিনেমার সেই গান নিয়ে হঠাৎ আড্ডার শুরুটা করলেন একসময়ের জনপ্রিয় নায়ক আমিন খান ও বর্তমান তারকা শাকিব খান।
সম্প্রতি শাকিব খানের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাওয়া এক আড্ডার ভিডিওতে দেখা গেল শাকিব খানের সঙ্গে আমিন খানকে। সিনেমা আর গান নিয়ে জমে উঠল স্বল্প সময়ের আড্ডা।
এই আড্ডার শুরুতেই আমিন খান শাকিবের কাছে জানতে চান, ‘আর কত দিন? সেই যে কত দিন, ১০–১২ বছর তো হয়েই গেল একসঙ্গে কোনো কাজ করা হয়নি।’
পরে শাকিব খান নিজেই জানান, আরও বেশি সময় তাঁরা একসঙ্গে কাজ করেননি। শাকিব বলেন, ‘সেটা আনুমানিক ১৫ বছর, আমিন ভাই।’ শাকিবের মুখে এ কথা শুনে চমকে উঠলেন আমিন। দুজন জানান, তাঁদের একসঙ্গে কোনো কাজই হচ্ছে না। সেই আড্ডার ভিডিওতে অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কি এই দুই তারকা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। কী বলেন তারকারা?
শাকিব খান মনে করিয়ে দিলেন, তাঁরা একসঙ্গে ‘ফুল নেবো না অশ্রু নেবো’, ‘হিরা চুন্নি পান্না’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন, সেগুলো সবই সুপারহিট। এ সময় আমিন খান শাকিবের কাছে জানতে চান, ‘ফুল নেবো না অশ্রু নেবো’ সিনেমার সেই গানের কথা মনে আছে? সিনেমাটির পরিচালক ছিলেন এফ আই মানিক।
গানটি যে প্রায়ই ভাইরাল হয়, সে খবর রাখেন শাকিব খান। তিনি বলেন, ‘এখনো যখন মাঝেমধ্যে গানটি দেখি সামাজিক যোগাযোগমাধ্যমে, ভালো লাগে।’ আমিন খান জানতে চান, গানটি কী? শাকিব হেসে বলেন ‘বিধি তুমি বলে দাও আমি আমি কার’ পরের অংশ আমিন খান গেয়ে শোনান, ‘দুটি মানুষ একটি মনের দাবিদার।’
গানটি নিয়ে স্মৃতিকাতর হলেন আমিন খান। বাংলা সিনেমার গানের মধ্যে এখনো সর্বাধিকবার শোনার তালিকায় রয়েছে এই গান। গানটির ইউটিউব ভিউ ৯৯ মিলিয়ন। গানটিতে নায়িকা হিসেবে ছিলেন শাবনূর। সিনেমা মুক্তির সময়ও গানটি জনপ্রিয়তা পেয়েছিল। এই নায়ক বলেন, ‘প্রেমে যারা ছ্যাঁকা খায়, তারা কিন্তু এখনো এই গান গায়।’
পরে একসঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেন আমিন খান। একসঙ্গে তাঁদের অভিনয়ের পরিকল্পনা থাকলেও আপাতত তাঁরা একটি চুক্তি করেন।
শাকিব খানের কেনা ক্রিকেটের দল ঢাকা ক্যাপিটালের সঙ্গে আমিন খান চুক্তি করেন। এই নায়ক সিনেমা থেকে দূরে থাকলেও দীর্ঘদিন ধরে তিনি ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন। আপাতত স্পনসর হিসেবে পাশে থাকবেন। সবশেষে শাকিব খান বলেন, ‘বিধি তুমি বলে দাও এবার কাপ কার।’ তখন পাশ থেকে আমিন খান বলেন, ‘কাপ ঢাকা ক্যাপিটালের।’