কুসুম সিকদার
কুসুম সিকদার

হলে যাঁরা দেখেননি, তাঁদের সুযোগ করে দিচ্ছেন কুসুম

দুই মাস আগে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘শরতের জবা’। এই ছবি পরিচালনা করেন অভিনয়শিল্পী কুসুম সিকদার। গত ১২ অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি যাঁরা দেখার সুযোগ পাননি, তাঁদের জন্য সুখবর। ১২ ডিসেম্বর ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে। আজ চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কথা বলেন অভিনয়শিল্পী ও পরিচালক কুসুম সিকদার।

কুসুম জানান, প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাসের মাথায় ‘শরবের জবা’ মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে। ১২ ডিসেম্বর বেলা তিনটায় আইস্ক্রিনে স্ট্রিমিং হবে ‘শরতের জবা’। প্লাটফর্ম কর্তৃপক্ষ জানিয়েছে, ছবিটি দেখতে ২০ টাকা দিয়ে দর্শককে সাবস্ক্রাইব করতে হবে। নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। ছবিটির প্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স।

‘শরতের জবা’ সিনেমার শুটিং থেকে পরিচালনা, পোস্টের কাজসহ সবকিছুতে এই পুরো সময়ে পরিবারের সহায়তা পেয়েছেন বলে প্রথম আলোকে জানান কুসুম। ২০০২ সালে ‘লাক্স আনন্দধারা মিস ফটোজনিক’ প্রতিযোগিতা দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু হয় কুসুম সিকদারের। সেই থেকে আজ পর্যন্ত এই অঙ্গনে তিনি যুক্ত আছেন। তবে গত কয়েক বছরে কাজ একদম কমিয়ে দিয়েছিলেন। নিজের পছন্দ না হলে কাজে তাঁকে দেখা যেত না। মডেলিং ও অভিনয় ছাড়া কুসুম সিকদারকে গানেও পাওয়া গেছে। তাঁর গাওয়া গানের অ্যালবামও প্রকাশিত হয়েছে। এখনো হঠাৎ হঠাৎ গানে তাঁকে দেখা যায়। সর্বশেষ তাঁর গাওয়া ‘নেশা’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে।

‘শরতের জবা’ সিনেমার দৃশ্যে ইয়াশ রোহান ও কুসুম সিকদার
কুসুম সিকদার

মডেলিং, নাটক ও টেলিছবিতে অভিনয়ের পাশাপাশি কুসুম চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ‘গহীনে শব্দ’, ‘লাল টিপ’, ‘শঙ্খচিল’ ছবিগুলোয় অভিনয় করে তিনি আলোচনায় আসেন। এবার তিনি ‘শরতের জবা’ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনার জন্য আলোচনায় এলেন। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো ‘জবা’র (কুসুম অভিনীত চরিত্র) জীবন নানা সময়ে নানা প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ‘শরতের জবা’।

কুসুম সিকদার ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। ২০১৬ সালে কুসুম সিকদার অভিনীত ‘শঙ্খচিল’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। দীর্ঘ আট বছর পর তিনি বড় পর্দায় ফিরেছেন ‘শরতের জবা’ দিয়ে।