বিবাহবিচ্ছেদের ঘোষণার পর নতুন করে সিনেমার কাজে ফিরছেন মাহিয়া মাহি। ব্যক্তিগত জীবন, নতুন কাজসহ নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শফিক আল মামুন
আলাপের শুরুতেই উঠল বিচ্ছেদের প্রসঙ্গ। প্রথম আলোকে মাহি বললেন, ‘বিচ্ছেদের তো একটা আনুষ্ঠানিকতা থাকে, সেই কাজ চলছে। শিগগিরই বিচ্ছেদের চিঠি চলে যাবে। ঘোষণা যখন দিয়েছি, আমাদের বিচ্ছেদ তো হবেই। এখন তা সময়ের ব্যাপারমাত্র।’
কিন্তু কিছুদিন আগে প্রথম আলোকে মাহির স্বামী রাকিব সরকার বলেছেন, তিনি আপনার সঙ্গে সংসার করতে চান। আপনি কী বলবেন? এ ব্যাপারে মাহির জবাব, ‘শুধু এই বিচ্ছেদ নিয়ে নয়, আমি যখন কোনো সিদ্ধান্ত নিই, অনেক সময় নিয়ে যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নিই। অনেক দিন পর্যবেক্ষণ করে, জেনেবুঝেই এই সিদ্ধান্ত নিয়েছি। তার সঙ্গে এক ছাদের নিচে আর ফিরব না।’
এই নায়িকা আরও বলেন, ‘রাকিবের প্রতি আমার সম্মান, ভালোবাসা ছিল, সব সময়ই থাকবে। সে আমাকে ভালোবাসা, সম্মান দিয়ে ঘিরে রেখেছিল। রাকিব একজন ভালো মনের মানুষ। তার কোনো ক্ষতি, অসম্মান কোনো দিনই চাইব না। সে যেখানে থাকুক, যেন ভালো থাকে, সুখে থাকে—এই কামনা থাকবে সব সময়ই।’
এরপর হাসতে হাসতে মাহি আরও বলেন, ‘কারও সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেলেও তার সম্পর্কে একটা লাইনও খারাপ কথা বলতে পারি না। এটি আমার ভালো গুণ, না খারাপ গুণ, বুঝি না আমি।’ আলাদা হওয়ার পর থেকে সন্তান ফারিশ মাহির কাছেই থাকে। সন্তানকে ঘিরে রাকিবের সঙ্গে তাঁর দেখা হয় কি না, জানতে চাইলে মাহি বলেন, ‘না, দেখা হয় না। ফারিশকে দেখতে চাইলে রাকিব বাসার নিচে এসে দেখা করে যায়। আমি নিচে নামি না। তার সঙ্গে দেখা করার দরকার আছে বলে মনে করি না।’
কাজে ফেরা
এর আগে সংসার ও রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন মাহি। তখন ঘোষণা দিয়েছিলেন, আর সিনেমা করবেন না। তবে বিচ্ছেদের ঘোষণার পর থেকে আবার কাজে ফেরার ঘোষণা দিয়েছেন এই নায়িকা। সম্প্রতি একটি ছবির শুটিংও শেষ করেছেন। চলতি মাসে আরও একটির শুটিং শুরু হতে পারে। অংশ নিচ্ছেন নিয়মিত স্টেজ শোতেও। কাজে ফেরার ব্যাপারে মাহি বলেন, ‘এখন তো আমার কোনো পিছুটান নেই। একসময় আমি যেখানে কাজ করে মাহিয়া মাহি হয়েছি, সেখানে আবার ফিরলাম। অনেক শান্তি। বলতে পারেন, মাহির পুনর্জন্ম হলো।’
তবে নতুন ছবির কাজের ব্যাপারে মাহি বিস্তারিত কিছুই বলতে চাননি এখন। শুধু বলেছেন, ‘শাকিব খানের ‘রাজকুমার’ ছবিতে অভিনয় করেছিলাম। অতিথি চরিত্র হলেও কিন্তু সিনেমায় এর গুরুত্ব ছিল অনেক বেশি। এরই মধ্যে যাঁরা সিনেমাটি দেখেছেন, তাঁরা বুঝতে পেরেছেন। সে কারণেই রাজি হয়েছি কাজটি করতে। আরও একটি ছবিতে চুক্তি করেছি। শিগগিরই শুটিং শুরু হতে পারে। বড় প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ। প্রতিষ্ঠান থেকে এর বাইরে কোনো কিছু বলা মানা আছে।’
বিরতির পর ফিরে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন কি না, এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন, ‘আমি একসময় শূন্য থেকে শুরু করেছিলাম। চ্যালেঞ্জ নিয়ে আজকের মাহিয়া মাহি হয়েছি। আবার শূন্য থেকে শুরু করছি। চ্যালেঞ্জ তো থাকবেই। কয়েক বছর কাজকে অবহেলা করেছি। কাজকে অবহেলা করলে কাজও আমাকে অবহেলা করবে। সেটা আর করতে চাই না।’
প্রসঙ্গ ফারিশ
বিচ্ছেদের ঘোষণার পর থেকে বাইরে কোথাও গেলে অনেকেই মাহিকে ‘সিঙ্গেল’ বলেন। তবে নিজেকে সিঙ্গেল বলতে নারাজ এই অভিনেত্রী। এ প্রসঙ্গে মাহির বক্তব্য, ‘আমি একা নই, আমার সন্তান ফারিশ আছে। ওপরওয়ালা আমাকে একটা পুতুল উপহার দিয়েছেন। ফারিশ আমার আশীর্বাদ।’ ফারিশের দিকে তাকিয়ে কাজের চ্যালেঞ্জ নেওয়ার প্রেরণা পান বলেও জানালেন মাহি।
ভবিষ্যতে ফারিশকে কী হিসেবে দেখতে চান, জানতে চাইলে এই নায়িকা বলেন, ‘পড়ালেখা শিখে ও কী হতে চাইবে, সেটি ওর সিদ্ধান্ত। ও যে কাজ উপভোগ করবে, সেটাই করবে। ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করব না। তবে যা-ই করুক, অবশ্যই ভালো মানুষ হতে হবে ফারিশকে।’