আমাদের ছবির সঙ্গে কেজিএফ বা পুষ্পার তুলনা করবেন না: আরিফিন শুভ

আরিফিন শুভ
ছবি: ফেসবুক থেকে

ইদানীং বাংলাদেশি চলচ্চিত্রের অনেক দর্শক দেশের ছবির সঙ্গে ভিনদেশি বড় বাজেটের ছবির তুলনা করেন। কেউ কেউ বলেন, ‘পুষ্পা’ ও ‘কেজিএফ’–এর মতো ছবি হলে ভালো হতো। কেন হয় না আমাদের দেশে এমন ছবি ইত্যাদি নানা প্রশ্ন। ফেসবুকেও এসব চর্চিত হয়। হয়তো তা চিত্রনায়ক আরিফিন শুভর কান পর্যন্তও পৌঁছেছে। তাই নিজের নতুন ছবি ‘ব্ল্যাক ওয়ার’ ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সেই প্রসঙ্গ টেনে আনতে ভোলেননি শুভ। ‘ব্ল্যাক ওয়ার’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে আরিফিন শুভ বলেছেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্য থেকে কাজ কর‍তে হয়। তাই আমাদের ছবির সঙ্গে কেজিএফ বা পুষ্পার তুলনা করবেন না।’

(বাঁ থেকে) ‘ব্ল্যাক ওয়ার’ ছবির অভিনয়শিল্পী জান্নাতুল ঐশী, পরিচালক সানী সানোয়ার এবং অভিনয়শিল্পী আরিফিন শুভ
(বাঁ থেকে) ‘ব্ল্যাক ওয়ার’ ছবির অভিনয়শিল্পী জান্নাতুল ঐশী, পরিচালক সানী সানোয়ার এবং অভিনয়শিল্পী আরিফিন শুভ

নতুন বছরের প্রথম চলচ্চিত্র হিসেবে ৬ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘ব্ল্যাক ওয়ার’। শেষ মুহূর্তে জানা যায়, ১৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। এরই মধ্যে সেন্সর ছাড়পত্রের জন্য জমা পড়েছে। মুক্তির আগে গতকাল রোববার ঢাকার বনানীতে ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠান হয়।

যেখানে আরিফিন শুভ বলেন, ‘আমরা ছোট ক্রেন ব্যবহার করে অ্যাকশন দৃশ্যের শুটিং করি। কিন্তু পার্শ্ববর্তী দেশে ৩-৪ তলার সমান বিশাল ক্রেনের ওপর ফ্রেম করে শুটিং করা হয়। সুতরাং আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। তাই আমাদের ছবির সাথে “কেজিএফ” বা “পুষ্পা”র তুলনা করবেন না। ব্যক্তিগত স্বার্থে বাজার কাটতির জন্য আমাদের এমন কিছু করা উচিত না, যাতে ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়। ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে আমাদের শাকিব খান, শরীফুল রাজ, সিয়াম, শুভ সবাইকে লাগবে।’

আরিফিন শুভ

গত বছর আরিফিন শুভর কোনো ছবি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। ২০২১ সালের শেষ দিকে ‘ব্ল্যাক ওয়ার’ ছবির প্রথম কিস্তি ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পায়। ওই ছবিরও প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি।

‘ব্ল্যাক ওয়ার’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে শুভ বলেন, ‘চলচ্চিত্র এগিয়ে নিতে আমরা সংগ্রাম করি। একটা সময় আমাদের চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাক, সোহেল রানা, উজ্জ্বল, ফারুক, ওয়াসিম, আলমগীর, ইলিয়াস কাঞ্চন সাহেবরা কিন্তু কাজ করেছেন। বাঘা বাঘা অভিনেতারা ছিলেন। এখন আমরা যাঁরাই আছি, আসুন সবাই মিলে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। মুক্তিযুদ্ধের সময় আমাদের পর্যাপ্ত অস্ত্র ছিল না, দা-কুড়াল ঝাড়ু যা ছিল তা দিয়েই সম্মিলিত প্রচেষ্টায় আমরা স্বাধীন হয়েছিলাম। এখন আমাদের যা আছে আসুন আমরা সবাই চেষ্টা করি ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর।’

চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে সবার সহযোগিতা করার আহবান জানিয়ে শুভ বলেন, ‘এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরির ছবি নির্মাণ করতে গিয়েও অনেক কষ্ট করতে হয়। তাই দর্শকদের সিনেমা নির্মাণকাজকে সাপোর্ট করা উচিত। প্রযোজক, পরিচালক, ক্যামেরাম্যান বাঁচলে অনেকগুলো ভালো ছবি হওয়ার সম্ভাবনা থাকে।’

পুলিশি অভিযান নিয়ে তৈরি অ্যাকশন থ্রিলারধর্মী ‘ব্ল্যাক ওয়ার’ ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন। এই অনুষ্ঠানে আরিফিন শুভ ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা সুমিত, সাদিয়া নাবিলা, মাজনুন মিজান প্রমুখ।