নিজের নামের চেয়ে ভক্তদের কাছে তিনি পরিচিত জেমস বন্ড হিসেবে। বলছি ডেনিয়েল ক্রেগের কথা। এই জনপ্রিয় ব্রিটিশ তারকার আজ জন্মদিন। জনপ্রিয় এই তারকা নিজের সম্পর্কে সব সময়ই বলতেন, আত্মপ্রচারে তিনি বিশ্বাসী নন, দীর্ঘ ক্যারিয়ারে তিনি সব সময়ই শিল্পী হওয়ার চেষ্টা করেছেন।