বদলে গেছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি’র নাম। ঢাকার অদূরে কবিরপুরের এই প্রতিষ্ঠানের নতুন নাম ‘বাংলাদেশ ফিল্ম সিটি’। আজ মঙ্গলবার দুপুরে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার বণিক প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন।
ছাত্র–জনতার অভ্যুথানে আওয়ামী লীগ সরকার পতনের পর বিএফডিসি কর্তৃপক্ষ গাজীপুরের কবিরপুরে অবস্থিত দেশের সর্ববৃহৎ এই ফিল্ম সিটির নাম পরিবর্তনে প্রস্তাব দেয়। দিলীপ কুমার বণিক বলেন, মাস তিনেক আগে নাম বদলের প্রস্তাব দেওয়া হয়। এরপর মন্ত্রনালয় তার অনুমোদন দিয়েছে।
এফডিসির ব্যবস্থাপনা পরিচালক জানান, যখন ফিল্ম সিটি নির্মাণে উদ্যোগ নেওয়া হয়, তখন এ নামই ছিল। ২০১৫ সালে থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি’ রাখা হয়েছিল। এফডিসির একটি সূত্র জানিয়েছে, ৫০৭ কেটি টাকা ব্যায়ে ১০৫ একর জমির ওপর এই ফিল্ম সিটি তৈরি হচ্ছে। এই প্রকল্পের পুরোপুরি কাজ হবে ২০২৮ সালে, যেখানে থাকবে শিল্পীদের শুটিংয়ের আধুনিক সুযোগ-সুবিধা। সেই সঙ্গে আধুনিক সব শুটিং স্পট, ফ্লোর, ভিএফএক্স, যন্ত্রপাতি ও স্টুডিও।
সিনেমা–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ফিল্ম সিটি পুরোপুরি চালু হলে দেশে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মিত হবে। শুটিং করতে বিদেশনির্ভরতা কিছুটা কমবে। চলচ্চিত্রপ্রেমী দর্শকদের সিনেমা হলে যাওয়ার আগ্রহ বাড়বে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।