২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাস্টারক্লাসে অংশ নেবেন ইরানি নির্মাতা ও প্রযোজক মাজিদ মাজিদি, ভারতীয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত ও চীনের সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ান।
আগামী বছরের ২০ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ঢাকায় এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে রেইনবো ফিল্ম সোসাইটি। ২৭ জানুয়ারি বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে তিনটি আলাদা মাস্টারক্লাস হবে।
উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, আগামী ১ ডিসেম্বর থেকে নিবন্ধনের প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী ব্যক্তিরা নিবন্ধন করে মাস্টারক্লাসে অংশ নিতে পারবেন।
চিলড্রেন অব হ্যাভেন, দ্য কালার অব প্যারাডাইস, বারান–এর মতো আলোচিত সিনেমার নির্মাতা মাজিদ মাজিদি বাংলাদেশের দর্শকদের মধ্যেও দারুণ জনপ্রিয়। মাস্টারক্লাসে নিজের অভিজ্ঞতা ভাগাভাগির পাশাপাশি দর্শকদের গানও শোনাবেন অঞ্জন দত্ত।
শি চুয়ান ম্যাকাউ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক, সাংহাই ফিল্ম জাদুঘরের কিউরেটর। পাশাপাশি সিনেমাও প্রযোজনা করেছেন তিনি।