নিয়মিত ফেসবুকে ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময়ই বলে দেয় তারকাদের মনের কথা, তাঁদের কাজের কথা। ছবি ছবিতে জেনে নেওয়া যাক তারকাদের যাপিত জীবনের গল্প।
Ad
চিত্রনায়িকা পূজা চেরি প্রায়ই ভক্তদের জন্য নতুন নতুন ছবি শেয়ার করে থাকেন। গতকালও রহস্যজনক এক ক্যাপশন দিয়ে বেশ কিছু নতুন ছবি তিনি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার উদারতার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না’গতকাল বইমেলায় উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি তিনি লেখালেখিও করেন। এবারের বইমেলায় তার প্রকাশিত বই ‘ডানপন্থী কবিতারা’। বইমেলা থেকে নিজের লেখা বই নিয়ে এই ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন ভাবনা
বিজ্ঞাপন
কয়েক দিন আগেই পরিবার নিয়ে অস্ট্রেলিয়া ঘুরতে গিয়েছে চিত্রনায়িকা পূর্ণিমা। সেখান থেকে ভক্তদের জন্য বেড়ানোর ছবি শেয়ার করছেন তিনি‘আজি বসন্ত জাগ্রত দ্বারে’ ক্যাপশন দিয়ে নতুন একটি ছবি শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এই ছবির মন্তব্যের ঘরে তিশার সৌন্দর্যের প্রশংসায় ভরিয়ে দিয়েছে তার ভক্তরা
বিজ্ঞাপন
অভিনয়ে নিত্য নতুন লুকে দর্শকদের মুগ্ধ করছে চঞ্চল চৌধুরী। এবার তাকে দেখা যাবে আরেকটি নতুন লুকে। বাশার জর্জিসের অরিজিনাল সিরিজ ‘ওভারট্রাম্প’-এ একেবারেই ভিন্ন লুকে হাজির হয়েছেন তিনি। ‘ওভারট্রাম্প’ এ পিস্তল হাতে নতুন এই লুকের ছবি শেয়ার করেছেন চঞ্চল চৌধুরীছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপুর্ব। তিনি সকাল সকাল এই ছবি শেয়ার করে ভক্তদের শুভ সকাল জানান