‘সুড়ঙ্গ’ সিনেমার সর্বশেষ তথ্য জানাতে সোমবার সন্ধ্যায় গুলশানের এক অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়
‘সুড়ঙ্গ’ সিনেমার সর্বশেষ তথ্য জানাতে সোমবার সন্ধ্যায় গুলশানের এক অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়

আর মাত্র কয়েক ঘণ্টা, ‘সুড়ঙ্গ’ আসছে ২৮টি সিনেমা হলে

এ কথা বললে বাড়াবাড়ি হবে না যে ‘সুড়ঙ্গ’ এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমা হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকের আলোচনা, মন্তব্যও এটা প্রমাণ করে। ‘সুড়ঙ্গ’র পোস্টার, ফোরটেস্ট, গান এরই মধ্যে যে পরিমাণ দর্শকের মধ্যে আলোচিত, তা আসলেই চোখে পড়ার মতো।
প্রথমবারের মতো চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিটেডের যৌথ প্রযোজনায় প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফীর পরিচালনায় এ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হবে সময়ের আলোচিত অভিনেতা আফরান নিশোর। তাঁর সঙ্গে সিনেমায় থাকছেন অভিনেত্রী তমা মির্জা।
ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁয় গতকাল সোমবার সন্ধ্যায় হয়ে গেল এ সিনেমার সংবাদ সম্মেলন। সেখানে আবারও জানানো হয়, এই ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে ‘সুড়ঙ্গ’। পেমেন্ট পার্টনার বিকাশ, এন্টারটেইনমেন্ট পার্টনার টিকটক ও মার্চেন্ডাইজ পার্টনার দারাজ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক রায়হান রাফী, অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী তমা মির্জা, আলফা আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, চিফ অপারেটিং অফিসার সন্দ্বীপ শ্রীবাস্তব, চরকির হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জী। এরপর একে একে সাংবাদিকদের নানা প্রশ্নে উত্তর দেন তাঁরা।

‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা

আলফা আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘আলফা আই লাস্ট ১৫ বছর ধরে চেষ্টা করেছে দর্শকে সব সময় ভালো ও নতুন কিছু উপহার দেওয়ার জন্য। চরকিও দর্শকদের অন্য রকমের কনটেন্ট উপহার দিয়ে যাচ্ছে। “সুড়ঙ্গ” সিনেমার মধ্য দিয়ে অনেকগুলো নতুন ঘটনা ঘটতে যাচ্ছে। প্রেক্ষাগৃহে দর্শক ফেরানো এত সহজ নয়, সেটা রাফী পেরেছে বা পারে। তমা মির্জা আমার অসম্ভব প্রিয় অভিনেত্রী। তিনি বারবার নিজেকে প্রমাণ দিয়েছেন। নিশোর সাথে আমার বহুদিনের পরিচয়, দীর্ঘ যাত্রা আমাদের। অনেক আবেগ জড়িয়েছে এ সিনেমার সাথে। এখন মাত্র আর কয়েক দিনের অপেক্ষা।’

চরকির হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জী বলেন, ‘সিনেমা হলের জন্য চরকি এই প্রথম এত বড় উদ্যোগ নিয়েছে। ওটিটি আর সিনেমা হল একে অপরের যে প্রতিদ্বন্দ্বী নয়, সেটাই আমরা বোঝাতে চেয়েছি। দর্শক যদি “সুড়ঙ্গ” পছন্দ করে, তবে তা বাংলা কনটেন্ট ইন্ডাস্ট্রিরই কল্যাণ হবে।’

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আলফা আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল

বাংলাদেশে প্রথম সপ্তাহে ৩০টির মতো হল পেয়েছে ‘সুড়ঙ্গ’। পার্শ্ববর্তী দেশ ভারতসহ উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ধীরে ধীরে মুক্তি পাবে সিনেমাটি। ছবিটির চিত্রনাট্য করেছেন যৌথভাবে নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।

‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশো