দেশের বাইরে যাওয়ার সময় অনেকেই প্রিয়জনদের কাছ থেকে বিদায় নেন। প্রিয়জনের তালিকায় সবার ওপরে থাকেন মা–বাবা। পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীও দেশের বাইরে যাওয়ার সময় মা–বাবাকে ফোন করে বিদায় নিতেন। গতকাল তিনি আবারও বিদেশ গেলেন। কিন্তু এবারের বিদেশযাত্রায় মা–বাবা কারও কাছ থেকেই বিদায় নিতে পারেননি। গত মাসেই তাঁর বাবা মারা যান। তাঁর মা প্রয়াত হয়েছেন কয়েক বছর আগেই।
গতকাল টরন্টোর উদ্দেশে দেশ ছাড়েন ফারুকী। সেই সময় মা–বাবাকে স্মরণ করে ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দেন তিনি। তিনি লেখেন, ‘হঠাৎ করে খেয়াল করে দেখলাম, বিদেশ যাওয়ার সময় বাসা থেকে বের হওয়ার আগে ফোন করে বিদায় নেয়ার মতো আর কেউ অবশিষ্ট নাই আমার। আগে আম্মা আর আব্বাকে ফোন করতাম! তারপর কমে গিয়ে আব্বা। এবার আর কেউ নাই। তিশাকে বললাম কথাটা। তারপর দুইজন দুইজনের দিকে তাকিয়ে কী যেন ভাবলাম অনেকক্ষণ। এই তো জীবন। কয়েক দশক মাত্র।’
মা–বাবার জন্য তাঁর যেমন মন খারাপ ছিল, তেমনি ছিল তাঁর একমাত্র সন্তান ইলহামের থেকে দূরে থাকার কষ্টও। ইলহামকে নিয়ে তিনি লেখেন, ‘টরন্টো যাচ্ছি। খুব আনন্দের সাথে এই লেখা লিখার কথা ছিল। কিন্তু সব প্রস্তুতি থাকার পরও তিশা আর ইলহাম শেষ পর্যন্ত যাচ্ছে না। ফলে মা–বাবার জন্য শুরু হওয়া মন খারাপ ইলহামের জন্য গিয়ে ঠেকেছে। এত দিন ওকে স্পর্শ না করে থাকব কীভাবে? আমি আর তিশা না হয় ভিডিও কলে কথা বলব। ও বেচারা তো সেটাতেও অত অভ্যস্ত হয় নাই; কারণ, আমরা ওকে মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করি। এই সব ভাবতে ভাবতে যাত্রার সময় নিকটে আসে!’
আজ টরন্টোতে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রের বড় উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (ইফসা)। মোস্তফা সরয়ার ফারুকী উৎসবে যোগ দিচ্ছেন তাঁর দুই ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ ও ‘শনিবার বিকেল’ নিয়ে। উৎসবের প্রথম দিনই টরন্টোর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে ‘নো ল্যান্ডস ম্যান’। ১৩ আগস্ট দেখানো হবে ‘শনিবার বিকেল’। দেশে মুক্তি না পেলেও বিদেশের বিভিন্ন উৎসবে দেখানো হচ্ছে ছবি দুটি।
‘নো ল্যান্ডস ম্যান’ মোস্তফা সরয়ার ফারুকীর নির্মিত প্রথম ইংরেজি সিনেমা। ২০২১ সালে প্রথমবার বুসান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ছবিটির। ‘নো ল্যান্ডস ম্যান’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ ছাড়া অভিনয় করেছেন তাহসান খান, মেগান মিশেল, ইশা চোপড়া প্রমুখ।
অন্যদিকে ‘শনিবার বিকেল’ ছবিটি এখনো সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি। বাংলাদেশ-জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, নাদের চৌধুরী প্রমুখ।