‘প্রিয়তমা’ কমেছে, ‘সুড়ঙ্গ’ বেড়েছে

‘প্রিয়তমা’ সিনেমার দৃশ্য
ফেসবুক থেকে

ঈদে মুক্তি পাওয়া সিনেমা চতুর্থ সপ্তাহে পড়েছে। মুক্তি পাওয়া পাঁচ ছবির মধ্যে ‘সুড়ঙ্গ’ ও ‘প্রিয়তমা’ ছবিটি দুটি এখনো দাপট দেখিয়ে প্রদর্শিত হচ্ছে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে। তবে সিনেপ্লেক্সের সংখ্যা ঠিক থাকলেও চতুর্থ সপ্তাহে এসে ‘প্রিয়তমা’–এর সারা দেশে সিঙ্গেল হলের সংখ্যা কমেছে, বেড়েছে ‘সুড়ঙ্গ’-এর।

তৃতীয় সপ্তাহে ‘প্রিয়তমা’ ছবির হল ছিল ৮৪টি। সেখান থেকে মুক্তা গাছার মুন, সাতক্ষীরার সংগীতা, শ্রীপুরের শাপলা, সদরপুরের রাজিয়া, গুরুদাসপুরের আনন্দ, ধুনটের ক্লিওপেট্রাসহ ২৩টি হল কমে এখন ৬১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি।

‘প্রিয়তমা’ ছবিটির  পরিবেশক প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার ব্যবস্থাপক মঞ্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘মাল্টিপ্লেক্সসহ মনিহার, মধুমিতার মতো দেশের বড় প্রেক্ষাগৃহগুলোতে এখনো ‘প্রিয়তমা’ ভালোভাবেই চলছে।

‘সুড়ঙ্গ’ ছবিতে তমা মির্জা ও আফরান নিশো

কিছু ছোট হল থেকে নেমে গেছে ছবিটি। ওই সব প্রেক্ষাগৃহ তিন সপ্তাহ আমাদের ছবি চালিয়েছে। ঈদের আরেকটি ছবিও ভালো যাচ্ছে। ওই সব হলে ছবিটি তারা চালাবে। সব ছবিই ভালো যাক, ভালো ব্যবসা করুক, সেটা আমরা চাই। তাহলে  প্রযোজক বাঁচবে, হল বাঁচবে।’

চতুর্থ সপ্তাহে এসে ২৭টি হলের মধ্যে শুধু কুষ্টিয়ার ‘স্বপ্নিল’ ও ‘গ্র্যান্ড সিলেট হোটেল’ থেকে ‘সুড়ঙ্গ’ নেমে গেছে। তবে দেওয়ানগঞ্জের ভাই ভাই সিনেমা, সৈয়দপুরের তামান্না, উল্লাহ পাড়ার মল্লিকাসহ নতুন করে আরও ২৫টি হল বেড়েছে। এখন মোট ৫০টি হলে প্রদর্শিত হচ্ছে ছবিটি।

‘সুড়ঙ্গ’ ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান দ্য কনটেন্ট স্পেশালিস্টের অন্যতম কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘আমাদের ছবির মাত্র দুটি হল কমেছে। দ্বিগুণ বেড়েছে। আশা করছি, পরের সপ্তাহে আরও হল বাড়বে ছবিটির। কারণ, ‘প্রিয়তমা’ শুরুতে বেশি হলে মুক্তি পেয়েছিল। অনেক হলে ‘প্রিয়তমা’ দেখা শেষ দর্শকের। এখন ওই সব হলে নতুন ছবি হিসেবে ‘সুড়ঙ্গ’ ওঠাবেন হলমালিকেরা। সেই হিসেবে পঞ্চম সপ্তাহে হলের সংখ্যা আরও বাড়বে আশা করছি।’

এদিকে চতুর্থ সপ্তাহ এসে ‘ক্যাসিনো’ ১০  হলে, ‘লাল শাড়ি’ ৬ হলে ও ‘প্রহেলিকা’ ৪ হলে চলছে।