গানে গানে জমজমাট ঈদের ছবি

‘প্রহেলিকা’ চলচ্চিত্রের ‘মেঘের নৌকা’ গানের দৃশ্যে বুবলী ও আহমেদ
ছবি : সংগৃহীত

পেছনে পাহাড়, আকাশে সাদা-নীল মেঘের ওড়াউড়ি, হাওরের পানিতে অগণিত শাপলা ফুলের মধ্যে ভাসছে একটা নৌকা। সওয়ারি মাহফুজ আহমেদ ও শবনম বুবলী—‘প্রহেলিকা’ সিনেমার ‘মেঘের নৌকা’ গানের দৃশ্যপট এটি। এবারের ঈদের ছবির প্রথম গানটি মুক্তি পেয়েছিল মাস চারেক আগে। গত রোজার ঈদেই প্রেক্ষাগৃহে আসার কথা ছিল ছবিটি, সে জন্যই হয়তো এত আগে প্রকাশ করা হয় গানটি। দারুণ দৃশ্যায়ন ছাড়াও ইমরান ও কোনালের গাওয়া রোমান্টিক গানটি পছন্দ করেছেন দর্শক-শ্রোতারা। আসিফ ইকবালের লেখা গানটির সংগীত পরিচালক ইমরান। কেবল এ গানই নয়, ঈদে মুক্তি পাওয়া প্রায় সব সিনেমার গানই প্রশংসিত হয়েছে। ঈদের ছবির গানগুলোর জনপ্রিয়তার পর ‘বাংলা সিনেমার গান আগের মতো নেই’, এ কথা বলার লোকের সংখ্যা হয়তো খুব দ্রুতই কমে আসবে।

ছয় দিন আগে প্রকাশিত হয়েছে ‘হৃদয় দিয়ে’ শিরোনামে ‘প্রহেলিকা’র আরেকটি গান। এরই মধ্যে এই গানও পছন্দ করেছেন ভক্ত-শ্রোতারা। আসিফ ইকবালের কথায় ক্ল্যাসিক্যাল ঢঙের গানটি গেয়েছেন কিশোর ও স্বরলিপি। ভিন্নধর্মী সুরের জন্য কিশোর প্রশংসা পাচ্ছেন। ‘প্রহেলিকা’ ছবিটির পরিচালক চয়নিকা চৌধুরী।

‘প্রহেলিকা’র মতো ঈদের আরেকটি ছবি ‘লাল শাড়ি’ও এর আগে মুক্তি পাওয়ার কথা ছিল। ছবিটির গান ‘রঙে রঙে ঢঙে ঢঙে’ মুক্তি পায় দুই মাস আগে। উৎসবের আবহে তৈরি গানটিও দর্শক-শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে অপু বিশ্বাস ও সাইমন সাদিকের নাচ পছন্দ করেছেন অনেক ভক্ত। ইউটিউবে গানটির ভিডিওর নিচে একজন মন্তব্য করেছেন, ‘গানটি খুব সুন্দর হয়েছে। আশা করি সিনেমাটিও ভালো হবে।’

‘লাল শাড়ি’ সিনেমার একটি গানে অপু বিশ্বাস ও সহশিল্পীরা

পরিচালক বন্ধন বিশ্বাসের কথায় গানটির সুরকার ইমন সাহা, গেয়েছেন অয়ন চাকলাদার, রাবেয়া সেতু,  রাসেল মৃধা ও জেসি মোশাররফ। গত সপ্তাহে মুক্তি পেয়েছে ছবিটির টাইটেল গান ‘লাল শাড়ি’। ছবির পরিচালক বন্ধন বিশ্বাসের লেখা ও ইমন সাহার সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর ও কোনাল। ‘লাল শাড়ি’ ছবির পরিচালক বন্ধন বিশ্বাস।

ঈদে মুক্তি পাওয়া আরেক ছবি ‘সুড়ঙ্গ’ চমকে দেয় আইটেম গান দিয়ে। গত ১২ জুন মুক্তি পায় কনার কণ্ঠে ‘কলিজা আর জান’। রাসেল মাহমুদের কথায় গানটিতে সুর ও সংগীতায়োজন করেন আরাফাত মহসিন। গানটিতে নুসরাত ফারিয়ার আবেদনময়ী উপস্থিতি আর নিশোর বেসামাল নাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়। গানটির ভিডিওর নিচে এক দর্শক মন্তব্য করেছেন, ‘নুসরাত ফারিয়াকে ধন্যবাদ নিশো বসের মুভিতে আইটেম গান করার জন্য। মানসম্মত গান থাকায় মুভিটা দেখার ইচ্ছা আরও বেড়ে গেল।’

‘কলিজা আর জান’ গানে নুসরাত ফারিয়া

জানা যায়, চার দিন ধরে শুটিং করা হয় ব্যয়বহুল গানটির। ‘সুড়ঙ্গ’ ছবির পরিচালক রায়হান রাফী।

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খান ও ইধিকা পাল

শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবির প্রথম গান ‘কোরবানি কোরবানি’ মুক্তি পায় চার দিন আগে। এ পর্যন্ত মুক্তি পাওয়া ঈদের সিনেমার গানগুলোর মধ্যে কেবল এটিকেই বলা যায় ঈদের কথা মাথায় রেখে তৈরি। দ্রুতলয়ের গানটিতে শাকিবের নাচ পছন্দ করেন তাঁর ভক্তরা। বাহারি রঙের পাঞ্জাবি আর লম্বা চুলে তাঁকে মানিয়েছেও বেশ, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কথা লিখেছেন ভক্তরা। নিজের কথা ও সুরে গানটি গেয়েছেন আকাশ।

‘প্রিয়তমা’র দ্বিতীয় গান ‘ও প্রিয়তমা’ মুক্তি পেয়েছে গত মঙ্গলবার সন্ধ্যায়। রোমান্টিক ধাঁচের গানটি প্রকাশের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ইউটিউব ট্রেন্ডিংয়ে ৮ নম্বরে জায়গা করে নেয়। আসিফ ইকবালের কথায়, আকাশের সুরে গানটি গেয়েছেন বালাম ও কোনাল। কোরিওগ্রাফি, পাত্র-পাত্রীদের পারফরম্যান্স আর গায়কি পছন্দ করেছেন ভক্তরা। এই দুটি গান প্রকাশের ছবির দুটি স্থিরচিত্র লুক ও ৩০ সেকেন্ডের লুক প্রকাশিত হয়। কোথাও শাকিবের সঙ্গে দেখা যায়নি নায়িকা ইধিকা পালকে। ‘ও প্রিয়তমা’ গান দিয়েই শাকিবের সঙ্গে প্রথম দেখা গেল ছবির নায়িকাকে। ‘প্রিয়তমা’ ছবির পরিচালক হিমেল আশরাফ।

‘ক্যাসিনো’র গান ‘ইশারা’য় নিরব ও বুবলী

তিন দিন আগে ঈদের আরেক সিনেমা ‘ক্যাসিনো’র গান ‘ইশারা’ মুক্তি পেয়েছে। মেহেদি হাসান লিমনের লেখা ন্যান্‌সি ও ইমরানের গাওয়া রোমান্টিক গানটিতে শবনম বুবলী ও নিরবের রসায়ন উঠে এসেছে। গানের ভিডিওর নিচে এক দর্শক তাঁর মন্তব্য লিখেছেন, ‘নিরব আর বুবলী সাথে অনেক ভালো লাগে, গানটা সুন্দর হয়েছে।’ ‘ক্যাসিনো’ ছবির পরিচালক সৈকত নাসির।