বাস্তবের স্বামী-স্ত্রী পর্দায় জুটি বেঁধে অভিনয়ের অনেক খবর আছে ঢালিউডে। এবার শ্যালিকা ও দুলাভাই নায়ক-নায়িকা হিসেবে জুটি বাঁধলেন সিনেমায়। ‘শেষ কথা’ নামের একটি ছবিতে নায়ক জয় চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন নবাগত কাজী জারা। সম্পর্কে জয়ের শ্যালিকা। জয়ের স্ত্রী নায়িকা রোমানা নীড়ের ছোট বোন। আজ বুধবার গাজীপুরের লোকেশনে শুটিং শুরু হয়েছে ছবিটির।
দুলাভাই হওয়ার সুবাদে কি জারা আপনার নায়িকা হওয়ার সুযোগ পেয়েছে এই ছবিতে?—এমন প্রশ্নে জয় চৌধুরী বলেন, ‘ব্যাপারটা তা নয়। আমার বিপরীতে কাজের জন্য পরিচালকই পছন্দ করেছে জারাকে। এতে তো আমার হাত নাই। ছবিটি বাণিজ্যিক ঘরানার নয়। অনেকটাই ভিন্ন ধারার। এই চরিত্রটিকে প্রাধান্য দিয়ে জারাকে চুক্তিবদ্ধ করিয়েছেন পরিচালক। তা ছাড়া উচ্চতা থেকে শুরু করে চেহারায় সিনেমার নায়িকার যোগ্যতা আছে জারার।’
সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেছেন জারা। বছর দুই হলো বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটের সঙ্গে জড়িত। এর মধ্যে বেশ কিছু নাটক, টেলিছবিতেও অভিনয় করেছেন তিনি। এটি জারার প্রথম সিনেমা। ছবিতে চরিত্রের নাম জান্নাত। গ্রামের একজন শান্ত, ভদ্র, সাধারণ মেয়ে।
দুলাভাইয়ের সঙ্গে নায়িকা হয়ে কাজ করতে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করছেন?—জানতে চাইলে জারা বলেন, ‘জয় চৌধুরী আমার দুলাভাই হলেও বড় ভাইয়ের মতো। তাঁর সঙ্গে আমার সম্পর্কটা আগাগোড়ায় বন্ধুত্বের মতো। আমাকে খুব স্নেহ করেন। বাস্তবে নিজেদের মধ্যে বোঝাপড়ার জায়গাটা বেশ চমৎকার। সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে আরও বেশি স্বাচ্ছন্দ্য নিয়ে কাজটি করতে পারব। আমার জন্য আরও সহজ হবে কাজটি। আজ প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেটা টের পাচ্ছি। বরং সিনেমায় প্রথম কাজ অন্য কোনো নায়কের বিপরীতে করতে গেলে হয়তো অতটা সহজ হতো না আমার জন্য। জড়তা কাজ করত।’ হাসতে হাসতে এই নবাগত আরও বলেন, ‘প্রথম ছবিতে দুলাভাইয়ের নায়িকা হয়ে এক দিক থেকে ভালোই হয়েছে। হা হা হা...।’
জারা জানালেন, কলেজে পড়াকালে শাবনূর, বড় বোন রোমানা নীড়কে দেখেই সিনেমার নায়িকা হওয়ার ইচ্ছা জন্মে তাঁর। জারা বলেন, ‘কলেজে পড়ার সময় সিনেমায় কাজ করার ইচ্ছা ছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রস্তুতিস্বরূপ বিনোদন জগতের সঙ্গে যুক্ত হই। পড়ালেখার পাশাপাশি মিডিয়াতে ছোট ছোট কাজ করা শুরু করি। ফটোশুট, বিচ্ছিন্নভাবে কিছু নাটক, টেলিছবিতেও কাজ করি। এরপর বিশ্ববিদ্যায়ের পড়ালেখা শেষ করলাম। এখন হাতে অনেক সময় পেয়েছি। এই ফাঁকে সিনেমাতেও কাজের সুযোগ হয়ে গেল।’
‘শেষ কথা’ ছবির মূল গল্প হলো—মানুষ খারাপ কাজ করতে করতে এমন একটা সময় আসে, যখন তার নিজের মধ্যে অনুশোচনা তৈরি হয়। কিন্তু সেই সময় ভালো পথে ফিরতে চাইলেও সহজ হয় না সে পথ।
ছবিটি পরিচালনা করছেন মোহাম্মদ ইসলাম। তিনি জানালেন, এটি ভিন্নধারার মৌলিক গল্পের ছবি। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুরে শুটিং হবে। ঢাকায় হবে আরও পাঁচ দিন। এরপর কক্সবাজার ও সিলেটে গানের শুটিং হবে।