গতকাল বৃহস্পতিবার হঠাৎ ফেসবুকে বিয়ের কথা জানালেন চিত্রনায়িকা আঁচল আঁখি। জানালেন, প্রায় তিন বছর আগে তিনি বিয়ে করেছেন। তাঁর বর সৈয়দ অমি। তিনি গান করেন। একসঙ্গে একটা গান করতে গিয়েই তাঁদের পরিচয়। সেই কাজের সূত্র ধরেই তাঁদের দেখা হয়। সেখানেই সরাসরি আঁচলকে বিয়ের প্রস্তাব দেন অমি।
২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি আঁচল বিয়ে করলেও সুখবরটি কাছের মানুষের বাইরে তেমন কাউকে বলেননি। এত দিন বিয়ের খবর গোপন রাখার কারণ কি? গতকাল খবরটি ছড়ানোর পর প্রশ্নটাই উঠেছে ভক্তদের মধ্যে। নায়িকা আঁচলও তাঁর অবস্থান ব্যাখ্যা করেছেন।
আঁচল বলেন, ‘ও জান রে’ শিরোনামের একটি গানের ভিডিও চিত্রে অভিনয় করতে গিয়ে সেই গানের গায়ক সৈয়দ অমির সঙ্গে পরিচয়। তিনিও ছিলেন গানের মডেল। আঁচল বলেন, ‘আমাদের মাত্র অল্প কয়েক দিনের পরিচয়। বিয়ের পরই ভালো করে চেনাজানা শুরু হয়েছে। বিয়েটা হুট করেই হয়েছে।
বিয়ের পর প্রেমের জীবনটা শুরু হয়েছে। বিয়ের পরই আমরা রিসেপশন করতে চেয়েছিলাম। তখন করোনা ছিল। সেই সময় হঠাৎ আমার শাশুড়ি মারা যান। যে কারণে আর অনুষ্ঠান করার মনমানসিকতাও ছিল না। কাউকে বলাও হয়নি। এখন সবাই জানলেন, আমাদের জন্য দোয়া করবেন।’
অল্প পরিচয়ে কেন মনে হলো তরুণ গায়ক সৈয়দ অমিকে বিয়ে করা যায়? ‘এটাও সিনেমার মতোই গল্প’ উল্লেখ করে আঁচল বলেন, ‘আমাদের গান রিলিজ হওয়ার পর গানটির এডিটিং অনেক সুন্দর হয়েছিল। সিনেমার চেয়ে আমাকে গ্ল্যামারাস লাগছিল। নিজেকে দেখে আমি অবাক হয়েছিলাম। ধন্যবাদ বলার জন্য তাকে ফোন দিয়েছিলাম। তখন সে জানায়, আমার জন্যই সে সময় নিয়ে ফ্রেম ধরে ধরে সম্পাদনা ও কালারের কাজটি করেছে। আমাকে সারপ্রাইজ দেবে বলে। তখন বলি, ঠিক আছে, একদিন দেখা হবে। একপর্যায়ে সে বলে, “আপু, আপনাকে ট্রিট দেব।”’
তখন শুটিংয়ে ব্যস্ত ছিলেন আঁচল। এক সপ্তাহ পর তাঁদের একটি রেস্তোরাঁয় দেখা হয়। আঁচল গানটি নিয়েই কথা বলছিলেন। কিন্তু অমি চুপচাপ থেকে কথা বলতে শুরু করেন।
আঁচল বলেন, ‘কুমিল্লার ছেলেদের অনেক সাহস, আমি একটা নায়িকা, আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি শুনে অবাক হয়েছিলাম। তাকে বলি, প্রেম নয়, বন্ধুত্ব নয়, সরাসরি বিয়ের প্রস্তাব, কত বড় সাহস তোমার?
আমরা তো বন্ধু হতে পারি। প্রেম হওয়ার মতো হলে পরে হবে। শুনে সে জানায়, অনেক দিন আগে থেকেই সে আমাকে পছন্দ করে। আমার সিনেমার ভক্ত। আরও অনেক কথা হয়।
সে তার সবকিছু দেখতে বলে, তার পরিবারের সঙ্গে কথা বলতে বলে। এটাও বলে, সব দেখার পরে পছন্দ না হলে সে আমার সামনে আর কোনো দিন আসবে না। মাথা নিচু করেই আমার সামনে কথাগুলো বলেছিল। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হয়। সবকিছু মিলে যায়। এভাবে বিয়েটা হয়।’ ২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে ঢালিউড নায়িকা আঁচলের আত্মপ্রকাশ।