স্টেজ শো করতে কয়েকবার কলকাতায় গেছেন। এই প্রথমবার সিনেমার প্রচারে গেলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস। ‘আজকের শর্টকাট’ সিনেমার প্রচারে কলকাতার টিভি চ্যানেল, পত্রিকার কার্যালয়ে ছুটছেন তিনি। সিনেমাটি মুক্তি পাবে ১৬ সেপ্টেম্বর। শনিবার দুপুরে কলকাতা থেকে অপু বিশ্বাস প্রথম আলোকে জানালেন, এটি তাঁর অভিনীত প্রথম কলকাতার ছবি। এ জন্য ছবিটি নিয়ে তাঁর আলাদা আগ্রহ আছে। ১৭ আগস্ট কলকাতায় পৌঁছেছেন তিনি। চার দিন ধরে ছবির প্রচারে ব্যস্ত সময় কাটছে অপুর। বলেন, ‘প্রতিদিন দুটি–তিনটি করে টেলিভিশন চ্যানেল, পত্রিকা ও ওয়েব পোর্টালে ছবির প্রচার করছি। খুব ভালো লাগছে। আমার সঙ্গে সহশিল্পী গৌরব দাদা আছেন। আরেক সহশিল্পী পরমব্রত দাদা শুটিংয়ের জন্য কলকাতার বাইরে আছেন শুনেছি। আমি, গৌরব দাদা, পরিচালক অনেকেই প্রচারে আছি।’
দেশে সিনেমার প্রচারে অভিজ্ঞতা থাকলেও দেশের বাইরে এবারই প্রথম। দারুণ সব অভিজ্ঞতা হচ্ছে বলে জানালেন অপু বিশ্বাস। বলেন, ‘নতুন নতুন জায়গায় যাচ্ছি। ছবির কথা বলছি। সবার সঙ্গে পরিচয় হচ্ছে। কলকাতার মিডিয়ার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এটিও এই ছবির কারণে বাড়তি পাওয়া। যেখানে যাচ্ছি, সবাই এত সুন্দর করে, এত আপন করে গ্রহণ করছেন আমাকে, মনে হচ্ছে আমি দেশেই আছি।’
ছবিটি নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে ঢাকাই ছবির এই নায়িকা বলেন, ‘অবশ্যই একটি ভালো কাজ হয়েছে। এটি ওই অর্থে বাণিজ্যিক ধারার ছবি না। প্রচার-প্রচারণার সময় ছবিটি দেখার আগ্রহের কথা বলছেন সবাই। নতুন একটি জায়গায় আমার প্রথম কাজ। প্রত্যাশা অনেক বড়। এখন দেখা যাক কী হয়।’
২০১৯ সালে শুটিং শেষ হয় ছবিটির। এরপর ২০২০ সালে ছবিটি মুক্তির জন্য প্রস্তুত করা হয়। পরপরই মুক্তির কথা থাকলেও মুক্তি পায়নি। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার অনুরোধেই ছবিটির মুক্তি পিছিয়ে এ সময়ে আনা হয়েছে। ওই সময় করোনাভাইরাসের কারণে মুক্তির পরিবেশ ছিল না। প্রেক্ষাগৃহে দর্শক কমে গিয়েছিল। মুক্তির জন্য এমন একটা স্বাভাবিক সময় চেয়েছিলাম। আমার প্রতি সম্মান রেখে পরিচালক ছবিটির মুক্তি আটকে রেখেছিলেন। ছবির প্রযোজক ও পরিচালকের প্রতি কৃতজ্ঞ আমি।’
কলকাতায় মুক্তির পর আমদানির মাধ্যমে বাংলাদেশে মুক্তি দেওয়া হবে এই সিনেমা। তিনি বলেন, ‘যেহেতু আমি এই ছবির নায়িকা। আমি চাই বাংলাদেশের দর্শকও ছবিটি দেখুক। কলকাতায় মুক্তির পরপরই বাংলাদেশে মুক্তি দিতে চাই। আমদানি-রপ্তানি নীতিমালা মেনে ছবিটি বাংলাদেশে মুক্তি দেব।’
২৫ আগস্ট দেশে ফেরার কথা আছে অপু বিশ্বাসের। নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প থেকে ‘আজকের শর্টকাট’ ছবিটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। চিত্রনাট্য পরিচালকের নিজেরই। ছবিতে আরও অভিনয় করেছেন সন্দীপ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, রাজশ্রী ভৌমিক, শংকর দেবনাথ, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসু প্রমুখ।